Pralay Pal: আজ পদত্যাগ করতে যাচ্ছেন না প্রলয়, সিদ্ধান্তে অনড় বিজেপির ‘অনুগত সৈনিক’

Kanishka Maity | Edited By: Soumya Saha

Sep 23, 2023 | 4:36 PM

Pralay Pal: শেষ পর্যন্ত হুঁশিয়ারি দিয়েও ঢোক গিলছেন পূর্ব মেদিনীপুরের বিজেপি নেতা? জানা যাচ্ছে, আজ পদত্যাগ করতে যাচ্ছেন না তিনি। দলের অন্যান্য নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে কথা বলেছেন তিনি। সূত্রের খবর, তিনি সিদ্ধান্ত নেওয়ার জন্য দু'দিন সময় চেয়েছেন।

Pralay Pal: আজ পদত্যাগ করতে যাচ্ছেন না প্রলয়, সিদ্ধান্তে অনড় বিজেপির অনুগত সৈনিক
প্রলয় পাল
Image Credit source: TV9 Bangla

Follow Us

পূর্ব মেদিনীপুর: হুঁশিয়ারি দিয়েছিলেন দল ছাড়ার। আজই দলের সাংগঠনিক জেলা সভাপতির কাছে নিজের পদত্যাগপত্র জমা দেবেন বলে জানিয়েছিলেন। কথা হচ্ছে বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সহসভাপতি প্রলয় পালের বিষয়ে। কিন্তু এবার কি শেষ পর্যন্ত হুঁশিয়ারি দিয়েও ঢোক গিলছেন পূর্ব মেদিনীপুরের বিজেপি নেতা? জানা যাচ্ছে, আজ পদত্যাগ করতে যাচ্ছেন না তিনি। দলের অন্যান্য নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে কথা বলেছেন তিনি। সূত্রের খবর, তিনি সিদ্ধান্ত নেওয়ার জন্য দু’দিন সময় চেয়েছেন। শেষ পর্যন্ত কী পদক্ষেপ করতে চলেছেন প্রলয়বাবু? বিজেপির তমলুক সাংগঠনিক জেলার অন্দরে এই নিয়ে গুঞ্জন ক্রমেই বাড়ছে।

সূত্রের খবর, গতকাল প্রলয় পালের ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্টের পর থেকেই দফায় দফায় তাঁর কাছে ফোন এসেছে। এসবের মধ্যেই প্রলয় পালের রাজনৈতিক অবস্থানের বিষয়ে জানতে যোগাযোগ করা হয়েছিল টিভি নাইন বাংলার তরফে। আজ পদত্যাগ করতে যাচ্ছেন না, সেকথা স্বীকার করলেও, নিজের সিদ্ধান্তে এখনও অনড় তিনি। ঠিক কী বললেন পূর্ব মেদিনীপুরে বিজেপির অন্যতম চর্চিত নেতা প্রলয় পাল? বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সহসভাপতির বক্তব্য, “আমার দল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দল। আমার দল ত্যাগ স্বীকার করতে শিখিয়েছে। আমি দলের অনুগত সৈনিক। কিন্তু আমরা পুরনোরা যদি সবসময় পদে বসে থাকি, তাহলে নতুনরা পদ পাবে কীভাবে? তাই আমি নিজেকেই সরিয়ে নিয়েছি। রাজনীতিতে অনেক নতুন প্রতিভা আসছে, তাঁদের জায়গা দেওয়া উচিত বলে আমার মনে হয়। আমাদের মতো পুরনো কার্যকর্তাদের সেই জন্য সরে যাওয়া উচিত।”

তাহলে কি বিজেপি ছাড়ার সিদ্ধান্তেই এখনও অটল থাকছেন তিনি? প্রশ্ন করায় প্রলয় পালের সাফ জবাব, “আমি রাজনীতিই ছেড়ে দিচ্ছি, শুধু বিজেপি বলে কোনও কথা নয়। আমি রাজনীতি থেকে সরে আসছি। নতুনদের জায়গা করে দেওয়ার জন্যই তো নিজের পদ ছেড়ে দিচ্ছি। এটুকু ত্যাগ না হয় দলের জন্য করলাম।” বিজেপির সাংগঠনিক জেলা সহসভাপতির বক্তব্য, “জেলা সভাপতির সঙ্গে কথা হয়েছে। আজ যাওয়ার কথা ছিল। কিন্তু উনিতে জেলা অফিসে আসবেন না বলে আজ যাইনি। পরে গিয়ে দেখা করে আসব।”

পরে টিভি নাইন বাংলার ক্যামেরাতেও প্রলয়বাবু জানিয়ে দিলেন, তিনি নিজের অবস্থান থেকে এক চুলও নড়ছেন না। বললেন, ‘ বিদায় নিতে চাইছি। আর রাজনীতি করতে চাইছি না। সেদিন ফেসবুক পোস্ট করেছি, এখনও বলছি, ভবিষ্যতেও একই কথা বলব। আমি আর রাজনীতি করব না।’

ফেসবুক পোস্টের পর থেকে দলের অনেকেরই ফোন গিয়েছে তাঁর কাছে। কিন্তু তিনি নিজের সিদ্ধান্তে অবিচল। বলছেন, ‘সিদ্ধান্ত বদলের কথা ভাবার কোনও জায়গা নেই। রাজনীতি থেকে চিরতরে বিদায় নিয়েছে। আমি নিজের সিদ্ধান্তে আপাতত অনড়। রাজনীতির প্রতি আমার সেই ভালবাসা আর নেই। রাজনীতির প্রতি ঘৃণা চলে এসেছে।’

তিনি সিদ্ধান্ত নেওয়ার জন্য দু’দিন সময় চেয়েছেন বলে যে খবর শোনা যাচ্ছে, সেই বিষয়েও প্রশ্ন করা হয়েছিল বিজেপি নেতাকে। সেই বিষয়ে প্রশ্ন করা হলে অবশ্য কিছুটা কৌশলী প্রলয় পাল। বলছেন, ‘দু’দিন সময় নেওয়ার কথা কে বলছেন জানি না। হতে পারে। মানুষ পরিবর্তনশীল, মতের পরিবর্তন হতেই পারে।’ তাহলে কি পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত বদল হতে পারে? যদিও প্রলয় পালের বক্তব্য, সেসব নিয়ে এখন তিনি ভাবছেন না।

Next Article