Priyanka Tibrewal: ‘তৃণমূল নয় পুলিশ ভয় দেখাচ্ছে’, ময়না থানা ঘেরাও করে অভিযোগ প্রিয়াঙ্কার

Kanishka Maity | Edited By: অংশুমান গোস্বামী

Feb 20, 2023 | 6:50 AM

Moyna: তৃণমূলের সন্ত্রাস, মিথ্যে মামলা এবং ৩০৭ ধারার অপব্যবহার করে ভারতীয় জনতা পার্টির কর্মীদের অন্যায় ভাবে গ্রেফতারের প্রতিবাদে এবং একগুচ্ছ দাবিতে ময়না থানা ঘেরাও করল বিজেপি।

Priyanka Tibrewal: ‘তৃণমূল নয় পুলিশ ভয় দেখাচ্ছে’, ময়না থানা ঘেরাও করে অভিযোগ প্রিয়াঙ্কার
ময়নার বিজেপির মিছিল। নিজস্ব চিত্র।

Follow Us

ময়না: পশ্চিমবঙ্গ জুড়ে সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বঙ্গ বিজেপির নেতা-নেত্রীদের মুখে প্রায়শই শোনা যায় এই অভিযোগ। কিন্তু পূর্ব মেদিনীপুরে দলের কর্মসূচিতে গিয়ে পুলিশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেয়াল। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুর উপনির্বাচনে প্রার্থী হওয়া প্রিয়াঙ্কার অভিযোগ, ময়নায় শাসক দল নয়, পুলিশ ভয় দেখাচ্ছে। এই অভিযোগ তুলে রবিবার ময়না থাকা ঘেরাও করা হয় বিজেপির পক্ষে। সেই কর্মসূচিতে নেতৃত্ব দেন পেশায় আইনজীবী প্রিয়াঙ্কা। এ নিয়ে থানায় অভিযোগও দায়ের করেছেন তিনি। ময়না থানা ঘেরাও কর্মসূচিতে প্রিয়াঙ্কার সঙ্গে উপস্থিত ছিলেন ময়নার বিধায়ক অশোক দিন্দা, জেলা সভাপতি তপন বন্দ্যোপাধ্যায়-সহ স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা। বড় মিছিল করে ময়না ঘুরে থানা ঘেরাও করেন বিজেপি কর্মী-সমর্থকরা।

তৃণমূলের সন্ত্রাস, মিথ্যে মামলা এবং ৩০৭ ধারার অপব্যবহার করে ভারতীয় জনতা পার্টির কর্মীদের অন্যায় ভাবে গ্রেফতারের প্রতিবাদে এবং একগুচ্ছ দাবিতে ময়না থানা ঘেরাও করল বিজেপি। বিক্ষোভ কর্মসূচিও পালন করা হয়। রবিবার পূর্ব মেদিনীপুরের ময়না থানা ঘেরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কার টিব্রেয়াল, ময়না বিধানসভার বিধায়ক অশোক দিন্দা, জেলা সভাপতি তপন ব্যানার্জি সহ একাধিক বিজেপির নেতৃত্বরা। প্রিয়াঙ্কার নেতৃত্বে ময়না বাসস্ট্যান্ড থেকে মিছিল করে থানা পর্যন্ত যান বিজেপি কর্মী সমর্থকরা। এর পর থানা ঘেরাও করে বিজেপি।

এই কর্মসূচিতে অংশ নিয়ে প্রিয়াঙ্কা বলেছেন, “বিজেপি কর্মীদের উপর মিথ্যা মামলার প্রতিবাদে ময়না থানায় বিক্ষোভ দেখানো হল। ময়নায় তৃণমূল ও পুলিশের সন্ত্রাসে বিজেপি কর্মীরা বের হতে পারছেন না। আমরা ওসির সঙ্গে দেখা করে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছি। এখানে তৃণমূল নয়, পুলিশ ভয় দেখাচ্ছে। তাই আমাদের কর্মী-সমর্থকরা বের হতে পারছেন না। সেই বিজেপি কর্মীদের পাশে আছি আমরা। তাই জানিয়ে গেলাম।”

বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ময়নার তৃণমূল নেতা ও পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের কৃষি ও সেচ কর্মাধক্ষ্য শাজাহান শেখ আলি বলেছেন, “ওরা মানুষের থেকে বিচ্ছিন্ন। এলাকায় যখন অশান্তি বা গণ্ডগোল বাঁধে তখন প্রিয়াঙ্কা ম্যাডাম কোথায় থাকেন। ওদের এই সব কথা উত্তর দেব না। অস্তিত্ব হীনতায় ভুগছেন ওরা।”

Next Article