
হলদিয়া: শাসকদল তৃণমূলকে একাধিক ইস্যুতে বরাবরই আক্রমণ করতে শোনা যায় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। বিশ্বকর্মা পুজোর দিনও বাদ গেল না সেই আক্রমণ। তাঁর প্রচ্ছন্ন হুঁশিয়ারি, লোকসভা ভোটে জিতবে বিজেপি। তমলুকে তৃণমূল হারবে। আর যেদিনই হারবে ঠিক পরের দিন সকালে তিনঘণ্টার মধ্যে হলদিয়ার কারখানার গেট থেকে শাসকদলকে উৎখাত করা হবে।
পূর্ব মেদিনীপুর শিল্পাঞ্চলের টাটা স্টিল ও টাটা পাওয়ার মজদুর সংঘের শ্রী-শ্রী বিশ্বকর্মা পুজোর উদ্ভোধন করেন শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক সভাপতি ও হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল সহ জেলা নেতৃত্ব ও মজদুর ইউনিয়নের নেতারা। এ দিন, উদ্বোধন শেষে সংবাদ মাধ্যমের সামনে বিরোধী দল নেতার দাবি, লোকসভা ভোটে বিজেপি জিতবে। তমলুকে তৃণমূল হারবে। যেদিন হারবে পরের দিন সকালে তিন ঘণ্টার মধ্যে হলদিয়ার কারখানার গেট থেকে তৃণমূলকে উৎখাত করবেন।
পঞ্চায়েত ভোট লুঠ হয়েছে বলে অভিযোগ করে বিজেপি নেতা বলেন, “পঞ্চায়েতে নির্বাচনের মতো লোকসভা ভোট লুঠ করতে পারবে না।” একই সঙ্গে হলদিয়া শিল্পাঞ্চলের বর্তমান দুরাবস্থার কথা তুলে ধরেন।