Suvendu-Abhishek: ডিসেম্বরেই কাঁথিতে সভা শুভেন্দুর, ‘অভিষেকের মাঠে’ সমাবেশের ভাবনা: সূত্র

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Dec 05, 2022 | 12:28 PM

Suvendu Adhikari: সূত্র মারফত জানা গিয়েছে, প্রভাত কুমার কলেজের মাঠে সভার জন্য প্রয়োজনীয় অনুমতি এখনও পর্যন্ত মেলেনি। সেই কারণেই বিষয়টিকে এখনই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে নারাজ বিজেপি শিবির।

Suvendu-Abhishek: ডিসেম্বরেই কাঁথিতে সভা শুভেন্দুর, ‘অভিষেকের মাঠে’ সমাবেশের ভাবনা: সূত্র
অভিষেক বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী

Follow Us

কলকাতা: শনিবার অধিকারী-গড় কাঁথিতে (Contai) সভা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শান্তিকুঞ্জ থেকে ঢিল ছোড়া দূরত্বে প্রভাত কুমার কলেজের মাঠে সভা করেছিলেন তিনি। দেড় ঘণ্টা ধরে ঝাঁঝাল বক্তৃতা দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এবার কাঁথিতে পাল্টা সভা করার পথে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সূত্র মারফত এমনই জানা গিয়েছে। ২১ ডিসেম্বর সেই সভা করার চিন্তাভাবনা চলছে বলে জানা গিয়েছে। সভা হবে, প্রভাত কুমার কলেজের মাঠেই। সূত্র মারফত এমনই জানা গিয়েছে।

বিজেপির নেতৃত্বের তরফে এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে কিছু জানানো হচ্ছে না। সূত্র মারফত জানা গিয়েছে, প্রভাত কুমার কলেজের মাঠে সভার জন্য প্রয়োজনীয় অনুমতি এখনও পর্যন্ত মেলেনি। সেই কারণেই বিষয়টিকে এখনই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে নারাজ বিজেপি শিবির। উল্লেখ্য, এর আগে কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা নিয়ে লক্ষাধিক মানুষের সমাবেশের কথা বলেছিল তৃণমূল শিবির। বিজেপি সূত্রে খবর, পাল্টা এই সভায় আরও বেশি মানুষের ভিড় টানতে চাইছে পদ্ম শিবির। প্রায় দুই লক্ষাধিক মানুষের সমাবেশ তাঁরা করতে চান এবং সেই মতো প্রয়োজনীয় প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

প্রভাত কুমার কলেজের মাঠে সভা করার জন্য প্রয়োজনীয় অনুমতি পেয়ে গেলেই এই বিষয়টি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানানো হতে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, গতসপ্তাহে রাজ্য রাজনীতি জোড়া মেগা ইভেন্টের সাক্ষী থেকেছে। শনিবার কাঁথিতে শান্তিকুঞ্জের খুব কাছেই সভা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও শুভেন্দু অধিকারী সেই সময় কাঁথিতে ছিলেন না। তিনি আবার গিয়েছিলেন অভিষেকের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে। প্রায় একই সময়ে বঙ্গ রাজনীতির দুই মহারথীর বক্তৃতা শুরু হয়। একে অন্যকে ঝাঁঝালো ভাষায় আক্রমণ শুরু করেন, যদিও সরাসরি উভয়ের কেউই নাম উল্লেখ করেননি।

শান্তিকুঞ্জের কাছেই অভিষেকের এই সভা ঘিরে জোর চর্চা শুরু হয়েছিল রাজ্য রাজনীতির অন্দরমহলে। এবার কাঁথির সেই একই মাঠে সভা করার ভাবনা বিজেপিরও। লক্ষ্য, আরও বেশি মানুষের ভিড় টানা সেই সভায়।

Next Article