ময়না: শনিবার পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা রয়েছে। তার আগেই অশান্ত হয়ে উঠল এলাকা। তৃণমূলের দলীয় পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল বিজেপি-র বিরুদ্ধে। যদিও পতাকা ছেড়ার দায় অস্বীকার করেছে বিজেপি।
হাইকোর্টের অনুমতি নিয়ে শনিবার বাকচাতে সভা রয়েছে বিজেপি-র। যার প্রধান বক্তা শুভেন্দু অধিকারী। তবে তার আগেই এলাকায় পতাকা লাগানোকে কেন্দ্র করে বিজেপি-তৃণমূলের গণ্ডগোল ময়নার ইজমালি চকে। তৃণমূলের দলীয় পতাকা ছিঁড়ে তা আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ বিজেপি-র বিরুদ্ধে।
অন্যদিকে বিজেপির অভিযোগ শনিবার বিজেপির শুভেন্দু অধিকারীর সভা রয়েছে। তাহলে ওরা কেন পতাকা লাগাতে ব্যস্ত। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ময়না থানার পুলিশ হাজির হয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়াচ্ছে। এদিন দুপুর নাগাদ হবে বিরোধী দলনেতার সভা। সেই সভাকে কেন্দ্র করে কোনও রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় বিজেপি নেতা বলেন, “আজকে শুভেন্দু অধিকারীর সভা রয়েছে বাকচায়। তার প্রস্তুতি হচ্ছে। গতকাল মাঠ পরিদর্শন করেছিলাম। কালকে ফিরে আসার পর শুনলাম তৃণমূলের লোকজন পতাকাগুলো খুলে দিয়েছে আমাদের। এরপর ওদের পতাকা টাঙাচ্ছে। আমার প্রশ্ন আপনাদের কি শুভেন্দু অধিকারীর সভা আগে কোনও কর্মসূচি ছিল? বা আজ কর্মসূচি রয়েছে যে আজ পতাকা টাঙাচ্ছেন?” স্থানীয় তৃণমূল নেতা বলেন, “ওরা তৃণমূলের পার্টি অফিসের সামনে এসে পতাকা টাঙাচ্ছে। সেটা কি উচিত?”