
খেজুরি: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে বিভিন্ন সমবায় নির্বাচনে কোথাও ঘাসফুলের দাপট। কোথাও গেরুয়া শিবিরের দাপট। পূর্ব মেদিনীপুরে সেই ছবি দেখা যাচ্ছে। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় হিসেবে পরিচিত এই জেলায় বিভিন্ন সমবায় নির্বাচনেও হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে দুই দলের। গতকাল খেজুরি ১ ব্লকে একটি সমবায় নির্বাচনে জিতেছিল তৃণমূল। এবার খেজুরি দুই ব্লকের একটি সমবায় নির্বাচনে জিতল গেরুয়া শিবির।
খেজুরি দুই ব্লকের খেজুরি কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে বিপুল জয় পেল বিজেপি। এই সমিতির মোট ৯টি আসন। আর এই ৯ আসনেই কার্যত শাসকদল তৃণমূলকে উড়িয়ে খেজুরি ২ ব্লকের এই সমবায় দখল করল পদ্ম শিবির।
আবার খেজুরি ১ ব্লকের কুলঠা সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট হয়েছিল গতকাল। সেই ভোটে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা ১২টি আসনেই জয়লাভ করেন। বিজেপি ও সিপিআইএম প্রার্থীরা প্রভাব ফেলতে পারেননি। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, তাদের প্রার্থীরা জয় লাভ করার পর আগামীদিনে এই সমিতির শ্রীবৃদ্ধির জন্য কাজ করবেন।
অন্যদিকে, বিজেপির জেলা সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল বলেন, “ভীতিপ্রদর্শনের মাধ্যমে কয়েকটি সমবায় জিতেছে তৃণমূল। কিন্তু, যেখানে পুলিশি সন্ত্রাস নেই, মানুষ তৃণমূলের ভোট চুরিকে রুখে দিতে পেরেছে, সেখানে সমবায় জিতেছে বিজেপি। আগামিদিনেও পূর্ব মেদিনীপুরের সমবায়গুলিতে জিতবে বিজেপি।”