
খেজুরি: জেলার দুটি লোকসভা কেন্দ্রই তাদের দখলে। বিধানসভা নির্বাচনেও এই জেলায় তৃণমূলের সঙ্গে হাড্ডাহাড্ডি হয়েছে বিজেপির। এবার পূর্ব মেদিনীপুরের দুটি সমবায় নির্বাচনে উড়ল গেরুয়া পতাকা। পূর্ব মেদিনীপুরের খেজুরি ও ভগবানপুরে তৃণমূলকে হারিয়ে সমবায়ের দখল নিল বিজেপি। জয়ের পর গেরুয়া আবিরে পরস্পরকে রাঙিয়ে দিলেন বিজেপি কর্মীরা।
ভগবানপুর বিধানসভা কেন্দ্রের বাজাবেড়িয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে বুধবার নির্বাচন হয়। একইসঙ্গে খেজুরি বিধানসভা কেন্দ্রের চিঙ্গুরদনিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডেও নির্বাচন। এদিন সকাল থেকে টানটান উত্তেজনার মধ্য দিয়ে সমবায় নির্বাচন হয়। পর্যাপ্ত পুলিশের নিরাপত্তা ছিল এলাকায়।
দুটি সময় নির্বাচনে বিজেপির এই ফলাফল নিয়ে গেরুয়া শিবির উচ্ছ্বসিত। বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল বলেন, “পুলিশের বাধা উপেক্ষা করে যেসব জায়গায় স্বতঃস্ফূর্ত ভোট হবে, সেখানে বিজেপির জয়জয়কার হবে। তবে আগামিদিনে খেজুরি হোক কিংবা পূর্ব মেদিনীপুর জেলার যেখানেই ভোট হোক না কেন, সাধারণ মানুষ পুলিশের এই বাড়বাড়ন্তকে রুখে দেবেন।”
কিছুদিন আগে কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচনে অবশ্য একতরফা জয় পেয়েছে তৃণমূল। কাঁথি সমবায় ব্যাঙ্কের ১০৮টি আসনের মধ্যে ১০১টিতে জয় পেয়েছে রাজ্যের শাসকদল। তবে ডিরেক্টর নির্বাচন নিয়ে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। তৃণমূলের রাজ্য নেতৃত্বকে হস্তক্ষেপ করতে হয়েছে।