ভগবানপুর: বঙ্গে ভোটের সময় অশান্তি অব্যাহত। আগামী ২৫ মে ভোট পূর্ব মেদিনীপুরে। তার আগে অশান্ত এলাকা। সেখানে বিজেপি কর্মীর কান কেটে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
আহত বিজেপি কর্মীর নাম সুব্রত বাগ। তাঁর বাড়ি ইলাশপুরের কাছে হাড়মশানি গ্রামের হরিজন পল্লীতে। জানা গিয়েছে, মঙ্গলবার রাত্রিবেলা নিজের বাড়ির কাছে হামলা শিকার হন সুব্রত। কেটে নেওয়া হয় কান। দ্রুত তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ভগবানপুর গ্রামীণ হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বিজেপি-র অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই কাণ্ড ঘটিয়েছে। আহত বিজেপি কর্মী বলেন, “আগে আমরা তৃণমূল করতাম। এরপর বিজেপিতে যোগদান করি। সেদিন থেকে ওরা টার্গেট করে রেখেছে।” আরও একজন বিজেপি কর্মী বলেন, “বাজার থেকে বাড়ি ফেরার পথে ওঁর উপর তৃণমূলের গুণ্ডাবাহিনী আক্রমণ করে।”
এ প্রসঙ্গে, ভগবানপুর দুই ব্লক তৃণমূল সভাপতি অম্বিকেশ মান্না বলেন, “বিষয়টি আদি ও নব্য বিজেপি কর্মীদের ঝামেলা। তাই তৃণমূলের ঘাড়ে দোষ চাপাতে চাইছে।”