
হলদিয়া: জাহাজের ডেক থেকে উদ্ধার মৃতদেহ। তাতেই শোরগোল হলদিয়া বন্দরে। পুলিশি অনুমতি পেয়ে বন্দর ছাড়ার পর ফের তদন্তের জন্য বিদেশকে জাহাজকে ফেরানো হল বাংলার বন্দরে। সূত্রের খবর, গত ৪ অক্টোবর বুধবার ভোর ৪টে নাগাদ ওই জাহাজের ডেকের উপর থেকে শেখ হোজাইফ হোসেন (৩১) নামে এক ব্যক্তির দেহ উদ্বার হয়। ঘটনায় ব্যাপক শোরগোল শুরু হয় বন্দর এলাকায়। কীভাবে তিনি ডেকে গেলেন, ঘটনার পিছনে কাদের হাত রয়েছে সবটার তদন্ত শুরু করে পুলিশ। ওই ব্য়ক্তি হকার বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।
জানা যায়, ‘কাভো আলকাইঅন’ নামের এই বিদেশি জাহাজটি এসেছিল প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র মার্শাল থেকে। যার ক্যাপ্টেন তুরস্কের। জাহাজটিতে করে কয়লা আনা হচ্ছিল। তারমধ্যেই ঘটে যায় এই ঘটনা। খবর পাওয়ার পরই পুলিশ জাহাজটিকে আটক করেছিল। যদিও প্রাথমিক তদন্তের পর জাহাজটিকে বন্দর ছেড়ে যাওয়ার অনুমতি দেয় পুলিশ। বন্দরের ফোর-এ বার্থে জাহাজটি কয়লা নামিয়ে সমুদ্রের উদ্দেশে রওনা দেয়। কিন্তু, তারমধ্যে ঘটে যায় নাটকীয় ঘটনা।
সূত্রের খবর, হঠাৎ ক্যাপ্টেনের কাছে জাহাজটিকে বন্দরে ফেরানোর নির্দেশ আসে। নির্দেশ পেয়ে প্রায় ১০০ কিলোমিটার জলপথ পেরিয়ে জাহাজটিকে হলদিয়া বন্দরে নিয়ে আসেন ক্যাপ্টেন। বন্দরের এক পদস্থ আধিকারিক জাহাজ ফিরিয়ে আনার খবর স্বীকার করেছেন। তবে কেন ফেরানো হয়েছে সে বিষয়ে মুখ খুলতে চাননি। কীভাবে ওই জাহাজে ওই ব্যক্তি উঠে পড়েছিলেন তা নিয়ে বিশেষ কিছু বলতে চায়নি বন্দর কর্তৃপক্ষ। যদিও এ বিষয়ে হলদিয়া মহকুমার পুলিশ আধিকারিক রাহুল পাণ্ডে বলেন, পুলিশ তার তদন্ত শেষ করে ছাড়পত্র দিয়েছে। কিন্তু ইন্টারন্যাশনাল শিপ এন্ড পোর্ট সিকিউরিটি প্রোটোকল অনুযায়ী ওই জাহাজটি সিকিউরিটি-টু’তে রয়েছে। সম্ভবত ডাইরেক্টর অব শিপিংয়ের অন্তর্গত সংস্থা মার্কেন টাইল মেরিন ডিপার্টমেন্ট ওই মৃত্যু সংক্রান্ত কোনও তদন্তের জন্য জাহাজটিকে আটকে রাখা হয়েছে।