ভূপতিনগর: নতুন বছর শুরু হতে না হতেই ফের বিস্ফোরণের খবর। এবার পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বোমা ফেটে আহত দু’জন। পুলিশ গ্রেফতার করেছে একজনকে। এদিকে বোমা বিস্ফোরণের ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
স্থানীয় সূত্রে খবর, ১ জানুয়ারি বিকেলে নন্দের বাজার সংলগ্ন এলাকায় রামচক গ্রামে বিমল বাড়ুই নামে এক ব্যক্তির বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল। আচমকাই বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ ঘটে। তৃণমূলের দাবি, বিমল বরুই বিজেপি দলের সক্রিয় কর্মী। তাদের আরও অভিযোগ, গতকাল দলের প্রতিষ্ঠা দিবস দলের। সেখানেই ঝামেলা পাকানোর জন্য এই বোমা বাঁধছিল বিজেপি।
এ দিকে, বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। স্থানীয় মানুষজন জানিয়েছেন বিস্ফোরণের পরে আহতদের তারা দেখতে পাননি। পরে তারা জানতে আহতদের তমলুকের বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে।
তবে বিজেপির বিরুদ্ধে তোলা তৃণমূল কংগ্রেসের সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে। উল্টে প্রাক্তন মণ্ডল সভাপতি বলেন, “লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে। এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। তৃণমূল কংগ্রেস বিজেপিকে বদনাম করার চেষ্টা করছে।”