Digha jagannath temple: দিঘায় জগন্নাথ ধামের কাছেই চৈতন্যদ্বার, শুরু হল কাজ

Kanishka Maity | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 28, 2025 | 8:07 PM

Digha jagannath temple: জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জগন্নাথ মন্দিরে যাঁরা পুরোহিত এবং সেবাইত নিযুক্ত হবেন তাঁরা যাতে অনায়াসে যাতায়াত করতে পারেন তার জন্য নতুন প্রবেশদ্বার তৈরি করা হচ্ছে। মাইতি ঘাটে যাওয়ার মুখে যেখানে এই দ্বার তৈরি হবে সেখানে ট্রাফিক পুলিশের সিগন্যাল এবং বিদ্যুতের খুঁটি রয়েছে।

Digha jagannath temple: দিঘায় জগন্নাথ ধামের কাছেই চৈতন্যদ্বার, শুরু হল কাজ
দিঘার জগন্নাথ মন্দির
Image Credit source: Tv9 Bangla

Follow Us

দিঘা: পুরী জগন্নাথ মন্দিরের মূল পাণ্ডা দয়িতাপতির পরামর্শ মেনে দিঘায় জগন্নাথ ধামের কাছে ‘চৈতন্য দ্বার’ সরিয়ে আনা হচ্ছে। পাশাপাশি জগন্নাথ ধামের পুরোহিত এবং সেবাইতদের যাতায়াতের জন্য নতুন করে শুরু  হল প্রবেশদ্বার বানানোর কাজ।

আগামী ৩০ এপ্রিল দিঘায় জগন্নাথ ধাম উদ্বোধন হওয়ার কথা। তার আগে দ্রুত মন্দির নির্মাণের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জগন্নাথ ধামের পূর্বদিকে যে বিশ্রাম কক্ষ নির্মাণ করা হয়েছে, তার সামনে নতুন প্রবেশ দ্বার তৈরি করা হচ্ছে। গত দু-তিন দিন ধরে ওই অংশে মন্দিরের সীমানা বরাবর যে লোহার প্রাচীর বানানো হয়েছিল, তা ভেঙে ফেলা হয়েছে। তার পরিবর্তে শুরু হয়েছে নতুন নির্দেশ মতো নবদ্বার তৈরি কাজ শুরু হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জগন্নাথ মন্দিরে যাঁরা পুরোহিত এবং সেবাইত নিযুক্ত হবেন তাঁরা যাতে অনায়াসে যাতায়াত করতে পারেন তার জন্য নতুন প্রবেশদ্বার তৈরি করা হচ্ছে। মাইতি ঘাটে যাওয়ার মুখে যেখানে এই দ্বার তৈরি হবে সেখানে ট্রাফিক পুলিশের সিগন্যাল এবং বিদ্যুতের খুঁটি রয়েছে। সেগুলি অন্যত্র সরানো হয়েছে ইতিমধ্যে। জগন্নাথ দেবের প্রস্তাবিত মাসির বাড়ির কাছে যেখানে আগে চৈতন্যদ্বার হওয়ার কথা ছিল। সেখানে আলাদা একটি তোরণ বানানো হচ্ছে। সব কাজই করছে রাজ্য সরকারের সংস্থা হিডকো করছে।

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর দিঘার জগন্নাথ ধামের কাজ ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে সময় তিনি ঘোষণা করেন, আগামী ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ায় জগন্নাথ ধাম খুলে দেওয়া হবে। মন্দির উদ্বোধনের এক মাস আগে ট্রাস্ট কমিটির হাতে জগন্নাথ ধাম হস্তান্তর করতে হবে হিডকোকে। জগন্নাথ দেবের মূল মন্দির-সহ বাকি আরও পাঁচটি মন্দির, ভোগ ঘর, ভাঁড়ার ঘর, বিশ্রাম কক্ষ ইত্যাদি নির্মাণ হয়ে গিয়েছে। কিছুদিন আগে পুরীর জগন্নাথ মন্দিররের দয়িতাপতি এসেছিলেন। তিনি নির্মিয়মান মন্দিরের অভ্যন্তরের পরিকাঠামো কিছুটা বদলানোর নির্দেশ দেন ট্রাস্ট কমিটিকে। সেই পরামর্শ মেনে জগন্নাথ ধামে একাধিক তোরণ এবং দ্বার তৈরি করা হচ্ছে বলে প্রশাসন সূত্রের খবর। এর জন্য ৪ কোটি টাকা ব্যয় করা হবে।