
দিঘা: আর কয়েকঘণ্টা। তারপরই অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে উদ্বোধন হতে চলেছে জগন্নাথ মন্দির। এই উদ্বোধনের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘাতেই রয়েছেন। মঙ্গলবার দুপুরে তিনি যোগ দেন মহাযজ্ঞে।
এ দিন পূর্ণাহুতির পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,”সমস্ত ধর্ম-বর্ণের মানুষ এসেছেন এখানে। প্রত্যেকেই আমাদের অতিথি। ধর্ম কখনও মুখে প্রচার করে হয় না। ধর্মে হৃদয় ছুঁয়ে যাওয়ার জিনিস। মা-মাটি-মানুষ ভাল থাকলে আমি ভাল থাকব। তাই সকলের হয়ে প্রার্থনা করছি।” মুখ্যমন্ত্রী কথায়, বুধবার বেলা আড়াইটে থেকে অনুষ্ঠান। তিনটে নাগাদ হবে দ্বার উদঘাটন। এর কিছু পরে রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।
আজ শুধু মমতা বন্দ্যোপাধ্যায় একা নন, ছিলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, সাংসদ জুন মালিয়া, বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়রা। বস্তুত, গত ২৫ এপ্রিল থেকেই শুরু হয়েছে পুজো পাঠ। ওই দিন বাস্তু হোম করা হয়েছে। ২৬, ২৭ ও ২৮ এপ্রিল নিয়ম মেনে হয় কলস যাত্রা। আয়োজন হয় কীর্তনেরও। আর আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয় মহাযজ্ঞ। মহাযজ্ঞ শেষ হতে হতে সন্ধে হয়ে যাবে। যজ্ঞ শেষে সন্ধে নাগাদ ফুলে সাজানো বিছানায় শোয়ানো হবে জগন্নাথের মূর্তি।