
পূর্ব মেদিনীপুর: বিতর্ক থামছে না এগরা পৌরসভা! জমি মামলায় চেয়ারম্যান শ্রীঘরে, এবার সরকারি শ্মশানের জমি দখল করে পাকা বাড়ি গড়ার অভিযোগ উঠল কাউন্সিলরের বিরুদ্ধে। পুরপ্রধান গ্রেফতার হওয়ার পরেও বিতর্ক পিছু ছাড়ছে না এগরা পৌরসভার। পুরপ্রধান স্বপন নায়কের গ্রেফতারের পর প্রশাসনিক কড়াকড়ির মধ্যেই এবার সরকারি শ্মশানের জমি জবরদখল করে পাকা বাড়ি তৈরির অভিযোগ উঠল শাসকদলের এক কাউন্সিলরের বিরুদ্ধে।
সূত্রের খবর, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের একটি শ্মশানের সরকারি ১ নম্বর খতিয়ানের জায়গা দখল করেই চলছে এই নির্মাণকাজ। আর এই অবৈধ নির্মাণে খোদ ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবদুর্লভ মাইতির হাত রয়েছে বলে অভিযোগ।
স্থানীয় বাসিন্দাদের দাবি, ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কার্তিক চন্দ্র দাস নামক এক ব্যক্তি কাউন্সিলর দেবদুর্লভ মাইতির ছত্রছায়ায় ৬ নম্বর ওয়ার্ডের ওই সরকারি জমিতে স্থায়ী নির্মাণকাজ চালাচ্ছেন। বিষয়টি নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই প্রতিকার চেয়ে ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের তরফে স্থানীয় বিএলআরও তরুণ কুমার মাইতি এবং মহকুমা শাসক (আইএএস) করমভির কেশবের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পুরপ্রধান জেলে থাকাকালীন প্রশাসনের নাকের ডগাতেই কী করে একজন কাউন্সিলর সরকারি জমি দখলে মদত চাপানউতোর শুরু হয়েছে।
স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, শাসকদলের নেতাদের কাছে আইনের কোনও গুরুত্ব নেই। তাঁদের কটাক্ষ, পুরপ্রধান জেলে গেলেও বাকিদের মানসিকতার কোনও পরিবর্তন হয়নি, যার প্রমাণ এই বেআইনি নির্মাণ।
অন্যদিকে, বিষয়টি নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন ৬ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর নির্মল কুমার শিট। তিনি স্পষ্ট বলেন, “পুরপ্রধানের অনুপস্থিতির সুযোগ নিয়ে অন্ধকারে রেখেই অন্য ওয়ার্ডের কাউন্সিলর এই কাজ করছেন।”
এলাকাবাসীর থেকে অভিযোগ পেয়ে তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর সিদ্ধান্ত নিয়েছেন। যদিও যাবতীয় অভিযোগ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন অভিযক্ত কাউন্সিলর দেবদুর্লভ মাইতি। সংবাদমাধ্যমের সামনে তিনি এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। মুখ খুলতে নারাজ তৃণমূল নেতৃত্বও।