CPIM: তৃণমূলকে গো-হারান হারিয়ে বড় জয় বামেদের, খাতাই খুলতে পারল না BJP

CPM Win: বিমান মিস্ত্রি বলেন, "তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে আমরা জোট গড়েছিলাম। সেই জোটে বন্দরের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও শ্রমিক কর্মচারীরা তৃণমূলের দুর্নীতি, চুরির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এই জয় আগামী দিনে বড় প্রভাব ফেলবে।"

CPIM: তৃণমূলকে গো-হারান হারিয়ে বড় জয় বামেদের, খাতাই খুলতে পারল না BJP
ভোটে জিতল সিপিএমImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 08, 2024 | 6:24 AM

হলদিয়া: লোকসভা ভোটের আগে বড় জয় বামেদের। রাজ্যের শাসকদল তৃণমূলকে হারাল তারা। এমনকী আসন পায়নি বিজেপিও। এ দিকে, এই জয়ের জেরে কার্যত খুশির হাওয়া লাল শিবিরে। জয়ের প্রভাব আসন্ন লোকসভা নির্বাচনেও পড়বে বলেই মনে করছেন জেলার বাম নেতৃত্ব।

গত বুধবার পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় সমবায় সমিতির নির্বাচন হয়েছিল। টানটান উত্তেজনার মধ্য দিয়ে হলদিয়া বিবি ঘোষ অডিটোরিয়ামে ‘কনজিউমার সমবায় নির্বাচন’ অনুষ্ঠিত হয়। মূলত ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল গতকাল। সেই ভোটে তৃণমূল সমর্থিত, বিজেপি সমর্থিত ও সিপিএম সমর্থিত প্রার্থীরা ভোটে দাঁড়িয়ে ছিলেন। মোট ভোটারের সংখ্যা ছিল ২ হাজার ৫৯১। সকাল ১০টা নাগাদ শুরু হয় ভোট গ্রহণ। সন্ধ্যায় ভোট গ্রহণ সমাপ্ত হয় । এই নির্বাচনেই বাম প্রগতিশীল জোট সংখ্যা গরিষ্ট আসন পেয়ে জয়লাভ করে। সমবায় নির্বাচনে মোট আসন ৫৪টি আসনে ভোট হয়েছিল। তার মধ্যে বাম প্রগতিশীল জোট ৪৮ টি আসন পায়। তৃণমূল পায় ৬টি আসন। তবে বিজেপি একটা আসনও পায়নি। এ দিন, বামেরা জিততেই উড়ল লাল আবির।

কলকাতা পোর্ট ট্রাস্টের ডেপুটি জেনারেল সেক্রেটারি বিমান মিস্ত্রি বলেন, “তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে আমরা জোট গড়েছিলাম। সেই জোটে বন্দরের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও শ্রমিক কর্মচারীরা তৃণমূলের দুর্নীতি, চুরির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এই জয় আগামী দিনে বড় প্রভাব ফেলবে। রাজ্যের সাধারণ মানুষ যদি পারে তৃণমূল আর বিজেপি-কে উৎখাত করতে তাহলে সারা রাজ্যে এই পুরো বিষয়টি সম্ভব।” অপরদিকে, তমলুক জেলার সাধারণ সম্পাদক শিবনাথ সরকার বলেন, “আমাদের এখানে সংগঠন দুর্বল। মাত্র সাত কী আট বছর আগে আমাদের সংগঠন তৈরি হয়েছে। আর সিপিএম-এর সংগঠন অনেক আগের। তৎকালীন সময়ে ওরা যাদের চাকরি দিয়েছিল, সেই অবসরপ্রাপ্ত কর্মচারীদের ভোটে ওরা জিতল।”