ল্যান্ডফলের আগেই ইয়াসের দাপট দেখানো শুরু, বাঁধ টপকে জল ঢুকছে তাজপুর, দিঘার গ্রামে

May 25, 2021 | 5:29 PM

স্থানীয়রা বলছেন, কংক্রিটের বাঁধ এখনও সমুদ্রের জলের ঢেউয়ের চাপ সহ্য করছে। কিন্তু সেই বাঁধ ভাঙার আশঙ্কা রয়েছে।

ল্যান্ডফলের আগেই ইয়াসের দাপট দেখানো শুরু, বাঁধ টপকে জল ঢুকছে তাজপুর, দিঘার গ্রামে
নিজস্ব চিত্র।

Follow Us

পূর্ব মেদিনীপুর: ইয়াসের (Cyclone Yaas) তাণ্ডব শুরু হতে এখনও বেশ কিছুটা সময় রয়েছে। কিন্ত তার আগে মঙ্গলবারই উত্তাল হতে শুরু করেছে সমুদ্র। তাজপুর, দিঘা সংলগ্ন একাধিক গ্রামে জল ঢুকতে শুরু করেছে। অনেক জায়গায় কংক্রিটের বাঁধ টপকে জল ঢুকছে বলে দাবি স্থানীয়দের।

আরও পড়ুন: নদীর ধারে বাস, তাই ভাবনা বারো মাস: ইয়াস-আতঙ্কে দড়ি দিয়ে বাড়ি বেঁধে পরিত্রাণের চেষ্টা!

রামনগর-১ ব্লকের সমুদ্রপার লাগোয়া সাত থেকে আটটি গ্রামে মঙ্গলবার সকাল থেকেই জল ঢুকতে শুরু করেছে। প্রায় ১৫ ফুট উঁচু কংক্রিটের বাঁধ। সেই বাঁধ পার করে সকালে গ্রামে জল ঢুকেছে বলে অভিযোগ স্থানীয়দের। সদ‍্য তৈরি হওয়া বাঁধের উপরের রাস্তার একটা বড় অংশ ভেঙে মাটিতে মিশে গিয়েছে জলের দাপটে। ভেঙেছে একাধিক বাড়িঘর। চাষের জমিতেও ঢুকেছে নোনা জল।

ভরা কোটালে আছড়ে পড়বে ইয়াস। এলাকার কয়েক হাজার মানুষ ইতিমধ্যেই আশ্রয় নিয়েছেন সাইক্লোন রিলিফ সেন্টারে। গ্রামবাসীদের আশঙ্কা, সাইক্লোন যত এগিয়ে আসবে, ততই বাড়বে জলোচ্ছ্বাসের পরিমাণ। গোটা গ্রাম ডুবে যেতে পারে সমুদ্রের নোনা জলের তলায়।

স্থানীয়রা বলছেন, কংক্রিটের বাঁধ এখনও সমুদ্রের জলের ঢেউয়ের চাপ সহ্য করছে। কিন্তু সেই বাঁধ ভাঙার আশঙ্কা রয়েছে। তাই সকালে জোয়ার গিয়ে ভাটা আসতেই সমুদ্রের ধারে বড় বড় বোল্ডার টেনে নিয়ে আসা হচ্ছে পাড়ের দিকে। যাতে জলের চাপটা প্রথমে বোল্ডারের পড়ে। বাঁধের ওপর জলের চাপটা তাতে কিছুটা কম হয়।

Next Article