ভগবানপুর: পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলার ভগবানপুরে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। সোমবার ভগবানপুর বাসস্ট্যান্ড সংলগ্ন পাকা রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় যুবকের দেহ উদ্ধার হয়। ওই যুবককে খুন (Murder) করা হয়েছে, অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ভগবানপুর থানার পুলিশ (Police) এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতলে পাঠিয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম নিতাই ঘড়া (৪০)। বাড়ি ভগবানপুর থানার বাড় ভগবানপুর গ্রামে। কিন্তু, তাঁর মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কেন তাঁকে খুন করা হল তা নিয়ে উঠছে প্রশ্ন।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মাথায় ভারী কোনও জিনিস দিয়ে আঘাত করে খুন করা হয়েছে ওই যুবককে। যে জায়গা থেকে ওই যুবকের দেহ উদ্ধার হয়েছে সেখান থেকে প্রায় ৪ থেকে ৫ কিলোমিটার দূরে তাঁর সাইকেল ও জুতো উদ্ধার হয়েছে। তাতেই মনে করা হচ্ছে কেউ বা কারা তাঁকে খুন করে ওখানে ফেলে যেতে পারে। পুলিশ সূত্রে খবর, স্থানীয় একটি সবজির দোকানে কাজ করতেন নিতাই। রবিবার সন্ধ্যায় স্থানীয় একটি বিয়ে বাড়িতে খাওয়া-দাওয়া শেষ করে শ্বশুরবাড়ি কাটগেছিয়ার উদ্দেশে রওনা দিয়েছিলেন বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। শ্বশুরবাড়িতে ছিলেন তাঁর স্ত্রী চন্দনা গড়া। সোমবার বিকালে ভগবানপুর বাসস্ট্যান্ডে পাকা রাস্তার পাশে মৃতদেহ পড়তে থাকতে দেখতে পাওয়া যায়। জানাজানি হতেই মৃতদেহ দেখতে ভিড় জমায় এলাকার বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ওই যুবকের স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকেরা।
ইতিমধ্য়েই তদন্তের স্বার্থে মৃত যুবকের স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ভগবানপুর থানার ওসি নাড়ুগোপাল বিশ্বাস বলেন, “মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই যুবককে খুন করা হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তে রিপোর্ট এলে মৃত্যুর কারণ পরিষ্কার হবে। তদন্তের আগে কিছু বলা সম্ভব নয়।”