Deadbody Recover: রাস্তার উপর পড়ে রক্তাক্ত দেহ, দেখে শিউরে উঠছেন পথচারীরা

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 29, 2021 | 8:08 AM

Nandigram: গতকাল দুপুর ২ নাগাদ বাড়ি থেকে কিছুটা দূরে রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ওই যুবককে।

Deadbody Recover: রাস্তার উপর পড়ে রক্তাক্ত দেহ, দেখে শিউরে উঠছেন পথচারীরা
নন্দীগ্রাম থানার পুলিশ এসে উদ্ধার করে ওই ব্যক্তির মৃতদেহ (নিজস্ব ছবি)

Follow Us

নন্দীগ্রাম: ঝরছে রক্ত। বড় রাস্তার উপর পড়ে রয়েছে মৃতদেহ। দেখে রীতিমতো চমকে উঠেছেন পথচারীরা। প্রকাশ্য রাস্তায় দিবালোকে এমন ঘটনা দেখে তাজ্জব সকলে। প্রথমে ঠিক কী করা উচিৎ তা ঠাউর করতে না পারলেও পরে পুলিশকে খবর দেয় তারা।

গতকাল দুপুরে এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটল নন্দীগ্রাম (Nandigram) ২ ব্লকের তেরপেখ্যা এলাকায়। পরে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম শেখ দুলাল (৩৫)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল দুপুর ২ নাগাদ বাড়ি থেকে কিছুটা দূরে রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ওই যুবককে। এলাকাবাসী তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে (Nandigram Hospital) নিয়ে গেলে চিকিৎসকরা (doctors) তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ধারালো অস্ত্রের আঘাতে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মোতায়েন প্রচুর পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও প্রাথমিক তদন্তে তাদের অনুমান পারিবারিক কারণেই ওই যুবক খুন হয়েছে। তবে এখনও কেউ গ্রেফতার হয়নি বলেই অভিযোগ। এদিকে, স্থানীয়রা বলছেন ব্যবসা সংক্রান্ত কারণেও কেউ খুন করে থাকতে পারে তাকে।

প্রসঙ্গত গতকাল আরও একটি চাঞ্চল্যকর খুনের ঘটনা সামনে আসে। মদ খাওয়ার জন্য মাত্র ১০ টাকা না দেওয়ার অপরাধে এক ৫০ বছরের ব্যক্তিকে হত্যা করার অভিযোগ উঠল তাঁরই দুই বন্ধুর বিরুদ্ধে। মহারাষ্ট্রের বুলধনা (Buldhana district) জেলায় ঘটনাটি ঘটেছে বলেই জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম ভগবত সীতারাম ফাসে (Bhagwat Sitaram Phase)। এই ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তিরা হলেন ৪০ বছর বয়সী বিনোদ লক্ষণ ওয়াংখেড়ে (Vinod Laxman Wankhede) এবং ৩৫ বছর বয়সী দিলিপ বোদ্দে (Dilip Tryambak Bodde)। জানা গিয়েছে অভিযুক্ত দুই ব্যক্তি মদের দোকানে গিয়ে মদ কেনার জন্য সীতারামের কাছে ১০ টাকা দাবি করেন। সীতারাম টাকা দিতে অস্বীকার করায় তাঁরা চরম ক্ষুব্ধ হয়ে ওঠেন। দোকান থেকে সীতারাম যখন বাইরে বেড়িয়ে আসছিলেন তখন পিছন থেকে তাঁর মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয়। মাথায় আঘাত লাগার সঙ্গে সঙ্গে সীতারাম মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।

এই ঘটনার এক ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। পুলিশ সীতারামের রক্তাক্ত দেহ উদ্ধার করে। সূত্রের খবর, মাথায় গুরুতর আঘাত লাগার ফলে সঙ্গে সঙ্গে সীতারামের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ‘জাতিসংঘ বিশ্বাস করে উচ্চমানের ভ্যাকসিন তৈরি করে ভারত,’ কোভ্যাক্সিন নিয়ে বিবৃতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার

 

Next Article