DEV: ‘দেব কথা দিয়ে কথা রাখে’, বলেই চওড়া হাসি সাংসদের, কী করেছেন তিনি?

DEV News: সাধারণ মানুষ যে দেবকে ভরসা করতে পারেন সেই বিষয়টি আরও একবার স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, "সাংসদ দেব যে যে কথা দিয়ে ভোটটা নিয়েছিল, বা মানুষের ভালবাসা পেয়েছিল, দেব সেসব কথা ফেরায়নি,কথা দিয়ে কথা রেখেছে।" তবে শুধু কথা রাখার বিষয় নয়, দেব এ দিন মন্তব্য করেছেন এসআইআর প্রসঙ্গেও। তাঁর কাছে এসআইআর-এর শুনানির নোটিস যাওয়া প্রসঙ্গে তিনি বলেছেন,

DEV: দেব কথা দিয়ে কথা রাখে, বলেই চওড়া হাসি সাংসদের, কী করেছেন তিনি?
পাঁশকুড়ায় দেবImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 06, 2026 | 9:51 PM

পাঁশকুড়া: সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে সব রাজনৈতিক দল নিজের নিজের মতো প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। এই আবহের মধ্যেই তবে ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী উদ্বোধন করলেন পথশ্রী প্রকল্পের অধীনস্ত রাস্তার। আর বলে গেলেন, “যে যে প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম ২০২৪-এ নির্বাচনে সেই সমস্ত কাজ শুরু হয়েছে।” অর্থাৎ কথা দিয়ে যে তিনি কথা রাখছেন সেইটাই বোঝানোর চেষ্টা করলেন দেব।

মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মাইসোরা গ্রাম পঞ্চায়েতের পাটনা এলাকায় পথশ্রী ৪-এর উদ্বোধন করেন দেব। সেই রাস্তার শিলান্যাস করেন। তারপর বলেন, “যে কাজটা ছয় মাস আগেই শুরু হওয়ার কথা ছিল, টেন্ডারের সমস্যার জন্য তা শুরু করতে পারিনি। এখন সেই সমস্যা মিটেছে।” এরপর তিনি প্রসঙ্গ তোলেন ঘাটাল মাস্টার প্ল্যানেরও। তিনি বলেন, “ঘাটাল মাস্টার প্ল্যান এগিয়ে গিয়েছে। অনেকগুলো টেন্ডার প্রসেসের মধ্যে রয়েছে অনেকগুলো টেন্ডার পাস হয়েছে কাজ শুরু হয়ে গিয়েছে।”

সাধারণ মানুষ যে দেবকে ভরসা করতে পারেন সেই বিষয়টি আরও একবার স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “সাংসদ দেব যে যে কথা দিয়ে ভোটটা নিয়েছিল, বা মানুষের ভালবাসা পেয়েছিল, দেব সে সব কথা ফেরায়নি,কথা দিয়ে কথা রেখেছে।” তবে শুধু কথা রাখার বিষয় নয়, দেব এ দিন মন্তব্য করেছেন এসআইআর প্রসঙ্গেও। তাঁর কাছে এসআইআর-এর শুনানির নোটিস যাওয়া প্রসঙ্গে তিনি বলেছেন, “কোনও না কোনও কারণে আমি হেডলাইনে থাকছি। আমি পরিস্কার বলতে চাই, আমি ইন্ডিয়ান-ভারতীয়। আমাদের দেশে যেটা ‘ল অফ দা ল্যান্ড’ হবে, আমাকে সেটা ফলো করতে হবে। এটা যদি ‘ল অফ দা ল্যান্ড’ হয় সেটা আমি ফলো করব। ব্যক্তিগতভাবে আমার সেটা বলার কিছু নেই।”