Digha: দিঘায় আর চরবে না গরু! ডেডলাইন বেঁধে দিল প্রশাসন

Digha: রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতি কক্ষে বিশেষ প্রশাসনিক বৈঠক হয় এই বিষয়ে। রামনগর ১ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক পূজা দেবনাথ বলেন, "দিঘার সৌন্দর্যায়নের জন্য ও পর্যটকদের নিরাপত্তার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।"

Digha: দিঘায় আর চরবে না গরু! ডেডলাইন বেঁধে দিল প্রশাসন
Image Credit source: PTI

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 23, 2025 | 5:46 PM

দিঘা: দিঘার সমুদ্র সৈকতে মানুষের ভিড় নতুন কিছু নয়। তার উপর জগন্নাথ মন্দির তৈরি হওয়ায় মন্দির চত্বরেও হাজার হাজার পর্যটক ভিড় জমাচ্ছেন। কিন্তু পর্যটন কেন্দ্রের সৌন্দর্য এখনও বিপর্যয়ের মুখে। সাধারণ মানুষের চলাফেরা করাই দায় হয়ে যাচ্ছে। এরই মধ্য়ে গরু রাস্তায় চরে বেড়ানোয় পরিবেশ নোংরা হচ্ছে বলেও অভিযোগ উঠছে। তাই এবার সমুদ্র সৈকত ও সংলগ্ন অঞ্চলের জন্য বিশেষ পদক্ষেপ করল দিঘা প্রশাসন।

অভিযোগ, স্থানীয় কয়েকজন বাসিন্দা নিজেদের গরু রাতের অন্ধকারে রাস্তায় ছেড়ে দেয়। আর তার জেরেই সমুদ্র সৈকত সহ সৈকত শহর নোংরা হচ্ছে বলে অভিযোগ তুলছেন কেউ কেউ। ফলে পর্যটনকেন্দ্রের পরিবেশ নষ্ট হচ্ছে। সাধারণ মানুষের চলাচলের অযোগ্য হচ্ছে এলাকা।

তাজপুর থেকে ওল্ড দিঘা, নিউ দিঘা সহ ওড়িশা বর্ডার পর্যন্ত বিশেষ নজরদারি চালানো হচ্ছে বলেই খবর। মাইকিং করে সবাইকে সতর্ক করা হচ্ছে। এবার কড়া নির্দেশ দেওয়া হল। ১ জুনের পর থেকে গরু চরানো বন্ধ করতে হবে, নাহলে কড়া পদক্ষেপ করবে প্রশাসন।

রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতি কক্ষে বিশেষ প্রশাসনিক বৈঠক হয় এই বিষয়ে। রামনগর ১ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক পূজা দেবনাথ বলেন, “দিঘার সৌন্দর্যায়নের জন্য ও পর্যটকদের নিরাপত্তার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”

এদিনের এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন দিঘা থানা, রামনগর থানা, দিঘা মোহনা থানার পুলিশ আধিকারিকরা। অন্যদিকে উপকূলবর্তী এলাকার তিনটি গ্রাম পঞ্চায়েত পদিমা ১, পদিমা ২ ও তালগাছারী ২ অঞ্চলের প্রধানরাও উপস্থিত ছিলেন। কীভাবে এই সমস্যার সমাধান করা যায়, সেই নিয়ে আলোচনা হয় এদিনের বৈঠকে।

রামনগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার বলেন, এখন থেকে আমরা মাইকিং-এর মাধ্যমে সবাইকে সতর্ক করব। ১ জুন থেকে কেউ যদি এই নিয়ম অমান্য করে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এমনকী জরিমানাও করা হবে।”