Digha: ১৮ দিনের লড়াই শেষ, পর্যটকের মারে মৃত্যু দিঘার হোটেল মালিকের

Digha: অভিযোগ মদ্যপ অবস্থায় হোটেলে বেপরোয়া উল্লাস করতে থাকেন। তাতে অসুবিধায় পড়েন বাকি পর্যটকরা। ডিনারের একটি প্লেট ছুড়ে ফেলে ভেঙেও ফেলেন বলে অভিযোগ। কর্মীদের থেকে খবর পেয়ে যান হোটেল মালিক প্রদীপ। তিনি প্রতিবাদ করেন।

Digha: ১৮ দিনের লড়াই শেষ, পর্যটকের মারে মৃত্যু দিঘার হোটেল মালিকের
নিহত হোটেল মালিকImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 06, 2025 | 10:23 PM

পূর্ব মেদিনীপুর: পর্যটকদের মার! ১৮ দিন চিকিৎসার পর মৃত্যু হল দিঘার আহত হোটেল মালিকের। পুলিশ জানিয়েছে, মৃত ব্যবসায়ীর নাম প্রদীপ ঘোষ(৫৭) এর। পর্যটকদের মারধরের শিকার হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

জানা গিয়েছে, গত ১৯ মে রাতে নিউ দিঘার একটি হোটেলে মারধরের ঘটনা ঘটে। হোটেল মালিক প্রদীপ ঘোষ কলকাতার বড়বাজার এলাকার বাসিন্দা ছিলেন।
হুগলির শ্রীরামপুরের বাসিন্দা উমাশঙ্কর দাস, উত্তর চব্বিশ পরগনার নোয়াপাড়ার নবীন চৌধুরি এবং বিহারের বাসিন্দা অঙ্কিত কুমার-সহ ৯ জন প্রদীপের হোটেলে উঠেছিলেন। হোটেলের রুমেই তাঁরা মদের আসর বসান। অভিযোগ মদ্যপ অবস্থায় হোটেলে বেপরোয়া উল্লাস করতে থাকেন। তাতে অসুবিধায় পড়েন বাকি পর্যটকরা।
ডিনারের একটি প্লেট ছুড়ে ফেলে ভেঙেও ফেলেন বলে অভিযোগ। কর্মীদের থেকে খবর পেয়ে যান হোটেল মালিক প্রদীপ। তিনি প্রতিবাদ করেন।

অভিযোগ, তখনই ওই যুবকরা চড়াও হন। তাঁকে বেপরোয়া মারধর করা হয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে দিঘা রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি করা হয় আর পরে অবস্থার অবনতি হলে কলকাতায় স্থানান্তরিত করা হয়। এত দিন চিকিৎসা চলার পর এদিন শুক্রবার বিকালে মৃত্যু হয় প্রদীপের। হোটেলের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে দিঘা থানার পুলিশ দ্রুত পদক্ষেপ করে। ৭ জনকেই গ্রেফতার করা হয়। তাঁরা বর্তমানে জেলে।