Digha Jagganath Mandir: মন্দির কখন খোলা থাকবে, জগন্নাথের ভোগে কী কী থাকছে? জেনে নিন

Digha Jagganath Mandir: TV9 বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে রাধারমন জানালেন, পুরীর জগন্নাথ মন্দির ভোর ৬টা থেকে খোলে, দিঘার মন্দিরও তাই খুলবে। ১টা থেকে ৩টে পর্যন্ত মন্দির বন্ধ থাকবে। আবার ৩ টে থেকে বিকাল ৯ টা পর্যন্ত খোলা থাকবে মন্দির। তবে ভক্তদের ভিড় দেখে টাইম টেবিল নিজেদের মতো ঠিক করে নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

Digha Jagganath Mandir: মন্দির কখন খোলা থাকবে, জগন্নাথের ভোগে কী কী থাকছে? জেনে নিন
দিঘার জগন্নাথ মন্দিরImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 02, 2025 | 7:22 PM

পূর্ব মেদিনীপুর:  উদ্বোধনের পর থেকে ভক্তদের ঢল নামতে শুরু করেছে দিঘার জগন্নাথ মন্দিরে। উদ্বোধনের পর দ্বিতীয় দিনেই প্রায় পাঁচ লক্ষ মানুষের ভিড় হয়েছিল। বিশ্বে ছড়িয়ে পড়েছে দিঘার জগন্নাথ মন্দিরের কথা! নিজেই জানালেন মন্দিরের ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য রাধারমন দাস। মন্দিরে কখন পুজো দিতে পারবেন ভক্তরা? কী কী ভোগ দেওয়া হচ্ছে? প্রসাদই বা কী? সবই জানালেন তিনি।

TV9 বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে রাধারমন জানালেন, পুরীর জগন্নাথ মন্দির ভোর ৬টা থেকে খোলে, দিঘার মন্দিরও তাই খুলবে। ১টা থেকে ৩টে পর্যন্ত মন্দির বন্ধ থাকবে। আবার ৩ টে থেকে বিকাল ৯ টা পর্যন্ত খোলা থাকবে মন্দির। তবে ভক্তদের ভিড় দেখে টাইম টেবিল নিজেদের মতো ঠিক করে নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

রাধারমন জানালেন,  দুপুরে ৫৬ রকমের ভোগ দেওয়া হচ্ছে। পাঁচ বার ভোগ দেওয়া হয়। তাঁর কথায়, “প্রভু খেতে খুব ভালবাসেন। বাংলার মায়েরা খুব ভাল রান্না করতে পারেন। কলা গাছ থেকে ২০ রকম তরকারি করতে পারেন। ফলে এখানে ভগবান খুব আনন্দে থাকতে পারবেন। ৪০০-৫০০ পদ তো এরকমই রয়েছে বাংলায়, যা আমরা ভগবানকে খাওয়াতে পারি। শাক সবজি বাংলায় এতো পাওয়া যায়, যা বাংলার আর কোথাও পাওয়া যায় না। আর মিষ্টি তো বাংলায় নম্বর ওয়ান।”

পুরীর বিশেষ ভোগ খাজা। দিঘার ক্ষেত্রে কী? রাধারমন জানালেন, “খাজা পুরীর ঐতিহ্য। বাংলার মন্দিরের ক্ষেত্রে ট্রেড মার্ক থাকবে সন্দেশ আর গজা। সবাই মন্দিরে সন্দেশ আর গজা নিয়ে যেতে পারবেন।”