
দিঘা: দিঘার জগন্নাথ মন্দিরে কারোর ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা নেই। TV9 বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বললেন দিঘার জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য রাধারমন দাস। তাঁর কথায়, “এখানে কারোর প্রবেশে কোনও বাধা নেই।”
পুরীর জগন্নাথ মন্দিরে হিন্দু ছাড়া বাকি ধর্মাবলম্বীদের ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। সেই বিষয়টিকে সম্মান জানিয়েই রাধারমন বলেন, “চৈতন্য মহাপ্রভুর বলেছিলেন, হরে কৃষ্ণ মহামন্ত্র গোটা বিশ্বে ছড়াবে। আমাদের শিক্ষা, সবাই আমাদের একটা পরিবার। সনাতন ধর্ম অনুযায়ী, পুরো পৃথিবীই একটা সময়ে ভারতবর্ষ ছিল। পুরীর জগন্নাথ মন্দির একটা ঐতিহ্য। আমরা সেটাকে সম্মান করি। কিন্তু গৌঢ়ীয় দর্শন অনুযায়ী, আমরা ভগবানের কাছে সব ভোগই নিবেদন করতে পারি। সবাই ভোগ দিতে পারেন।”
এই সূত্রেই তিনি বলেন, “ইসকনে দিল্লিতে কিছুদিন আগে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান ছিল। সেখানে ভক্তা ১০ হাজার ৫৬ ভোগ দিয়েছিল। দেড়শো থেকে বেশি দেশে আমাদের ভক্তরা রয়েছেন। এখানে ইটালিয়ানরা এসে নিরামিষ ভোগ দিচ্ছেন। নিয়ম তো রয়েছে। আর প্রেম থাকতে হবে।”
মন্দির রোজ সকাল ৬ টা থেকে বেলা ১টা পর্যন্ত খোলা থাকবে। ১টা থেকে ৩টে পর্যন্ত মন্দির বন্ধ থাকবে। আবার ৩ টে থেকে বিকাল ৯ টা পর্যন্ত খোলা থাকবে মন্দির। সকলেই দর্শন করতে পারবেন বলে জানিয়েছেন রাধারমন।