দিঘা: সমুদ্র থেকে সমুদ্রের পাড়। যে দিকে তাকানো যাচ্ছে সেই দিকেই লোকে লোকারণ্য। শুধু দেখা যাচ্ছে একের পর এক মাথা। দিঘায় কার্যত বর্ষবরণের প্রস্তুতি তুঙ্গে। পর্যটকের ঢল নেমেছে সৈকত শহরে। যা দেখে মনে পড়ে যাচ্ছে সদ্য প্রকাশ হওয়া বাংলাদেশের গায়ক তাসরিফ খানের সেই গান, ‘সাগর পাড়ে আইসা আমার মাতাল-মাতাল লাগে’
এ দিকে, নতুন বছরকে স্বাগত জানাতে বর্ষবরণের আগে সেজে উঠেছে দিঘা। বাঙালির দিপুদার উপচে পড়া ভিড় দিঘায়। প্রত্যেকটি স্নান ঘাট গুলিতে সমুদ্র স্নানে মেতেছেন পর্যটকরা। নতুন বছর সেলিব্রেট করার জন্য সাজো সাজো রব। বছরের শেষ দিন ও নতুন বছর সেলিব্রেট করার জন্য আনন্দে মেতেছেন পর্যটকরা।জেলা ছাড়িয়ে শহর এমনকী দেশ বিদেশের বহু পর্যটক এসেছেন।
এ দিকে,এত পর্যটক আসার জন্য দিঘা থানার তরফ থেকে বাড়তি নজরদারি চালানো হচ্ছে। ওল্ড দিঘা,নিউ দীঘা সহ সমস্ত সমুদ্রেরঘাট গুলিতে নুলিয়াদের মোতায়েন করা হয়েছে। দিঘার প্রত্যেকটি পার্ক সহ সাইন সিটি, অ্যাকুয়ারিয়াম গুলোতে ভিড় চোখে পড়ার মত। পিকনিক স্পট গুলিতে রান্নার আয়োজনের সঙ্গে দেদার সেল্ফি আনন্দ হুল্লোড় সহ মেতে উঠেছেন সকলে। এক পর্যটক ঈশিতা মল্লিক বললেন, “১ লা জানুয়ারি মানে আমাদের কাছে দিঘা। প্রতিবছরই এখানে আসি। আমরা দেখে আসছি সববার দিঘার কীভাবে উন্নয়ন হয়েছে। এই বছর আবার বাড়তি পাওয়া ঢেউ সাগর।”