দিঘা: দোলনায় দুলছেন, আর নীচে দেখা যাচ্ছে সমুদ্র। স্বপ্ন নয়, এটাই সত্যি হচ্ছে। দিঘায় গেলেই এই দোলনায় চড়ার অভিজ্ঞতা উপভোগ করা যাবে এবার থেকে। তবে এই ‘জায়ান্ট সুইং’ শুধু নয়, দিঘার পর্যটকদের জন্য একাধিক আকর্ষণ তৈরি হচ্ছে দিঘায়। আগামী ডিসেম্বরে দিঘা গেলে হয়ত চিনতেই পারবেন না। পূর্ব মেদিনীপুরের এই সমুদ্র সৈকতে পর্যটকের অভাব হয় না কখনও। আর নতুন সব আকর্ষণ যে পর্যটকের সংখ্যা আরও বাড়াবে, তা নিয়ে আশাবাদী ব্যবসায়ীরা।
শারদ উৎসব শেষ। দীপাবলী ,কালীপুজো, ভাতৃদ্বিতীয়া পার হলেও পর্যটন নগরী দিঘায় পর্যটকের অভাব নেই। ঘূর্ণিঝড় দানার প্রভাবও পড়েনি তেমন, ফলে সহজেই ছন্দে ফিরেছে দিঘা। এরই মধ্যে দিঘাকে একেবারে নতুনভাবে সাজানোর উদ্যোগ নিয়েছে দিঘা- শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। স্পিডবোটে সমুদ্রে ঘোরার ব্যবস্থা ছিল আগেই, প্যারাসেলিংও চলছে বেসরকারি উদ্যোগে। আর এবার নতুন আকর্ষণ জায়ান্ট সুইং, টয়ট্রেন, হুডখোলা বাস, সেভেন ডি শো সহ আরও অনেক কিছু।
ঢেউ সাগর কমপ্লেক্সে গিয়ে খুশি পর্যটকেরা। বিশেষত সন্ধ্যার পর গেলে নানা ধরনের বিনোদন উপভোগ করা যাবে। বিশেষত শিশুদের খুবই ভাল লাগছে বলে জানাচ্ছেন পর্যটকেরা। জায়ান্ট সুইং বা দোলনার ভাড়া আপাতত ১০০ টাকা করে ধার্য করা হয়েছে। বাকিগুলি কবে চালু হবে, তা জানা যায়নি। এদিকে, পাড় বাঁধানোর কাজও চলছে।