Digha: জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনই কাঁথিতে সনাতনী সম্মেলন, থাকতে পারেন যোগী-রামদেবও
Digha: গেরুয়া শিবির সূত্রে খবর সমাবেশে দিন থাকতে পারেন, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, যোগ গুরু রামদেব, পুরীর দয়িতাপতি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাড়াও পাঁচ হাজার সাধু সন্ত।

পূর্ব মেদিনীপুর: দিঘায় মমতার জগন্নাথ ধামের পাল্টা শুভেন্দুর কাঁথিতে লক্ষ সনাতনী সমাবেশ। থাকতে পারেন যোগী, রামদেব-সহ হাজার হাজার সাধু !
আগামী অক্ষয় তৃতীয়ার দিন মেগা ইভেন্ট পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমায়। একইদিনে সৈকতে দিঘা স্টেশন সংলগ্ন এলাকায় যেমন শুভ দ্বার উদঘাটন হবে বহু প্রতীক্ষিত ‘জগন্নাথ ধামের’, যার কাজ প্রায় শেষ পর্যায়ে। ঠিক তার থেকে ৩৫ কিলোমিটার দূরে অধিকারীদের খাস তালুক কাঁথি শহরের ১৮ নম্বর ওয়ার্ড লাগোয়া রেল স্টেশন ময়দানে হতে চলেছে পাঁচ হাজার সাধু সহ লক্ষ মানুষ নিয়ে সনাতনী সম্মেলন।
রবিবার কাঁথির রেল স্টেশন সংলগ্ন মাঠ পরিদর্শন করলেন দক্ষিণ কাঁথি বিধানসভার বিধায়ক অরূপ কুমার দাস,কাঁথি জেলা বিজেপির সভাপতি সোমনাথ রায়, কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট শিক্ষক ড. চন্দ্র শেখর মন্ডল, কাউন্সিলর সুশীল দাস, তাপস দলাইরা।
দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনই ৩০ এপ্রিল কাঁথিতে সনাতনী সমাবেশের ডাক দিল সনাতন সংস্কার সমিতি । জানা গিয়েছে সভার জন্যে মহকুমা প্রশাসনের কাছে সভার অনুমতি চেয়ে আবেদন করেছে আয়োজকরা। আয়োজক সনাতনী সংস্কার উন্নয়নী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে এই সমাবেশ উপলক্ষে হোমযজ্ঞ পুজাপাঠের আয়োজন করা হয়েছে। গেরুয়া শিবির সূত্রে খবর সমাবেশে দিন থাকতে পারেন, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ, যোগ গুরু রামদেব, পুরীর দয়িতাপতি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাড়াও পাঁচ হাজার সাধু সন্ত।
এ প্রসঙ্গে কাঁথির চেয়ারম্যান ও জেলা যুব তৃণমূল সভাপতি সুপ্রকাশ গিরি বলেন, “আমরা তো ধর্ম নিয়ে টানাটানি করিনি। জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। জেলার গর্ব। আসলে ওরা প্রচারে থাকতে চাইছেন।”





