
দিঘা: হাতে আর কয়েকদিন বাকি। তারপরই আবার নতুন বছর। বর্ষবরণের জন্য সেজে উঠছে দিঘা। অলিম্পিকের ধাঁচে আতশবাজি প্রদর্শন সমুদ্রে। হবে দিঘা বিচ ফেস্টিভ্যাল ও নিউ ইয়ার সেলিব্রেশন। আয়োজন করছে দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন ও দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। খুশির হওয়া সাগর পাড়ে।
বাঙালির ‘দিপুদার; দিঘা এবার নতুন বর্ষের প্রাক্কালে সেজে উঠেছে নতুন রূপে নতুন সাজে। বর্ষবরণকে সামনে রেখে দিঘা ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। চোখ ধাঁধানো আলোর রোশনাইতে নিউ দিঘা ওল্ড দিঘা ও শঙ্করপুর সেজে উঠবে। সেই কারণে নতুন দিঘা ও পুরানো দিঘার সমস্ত হোটেল মালিকদের নিজেদের হোটেল আলোয় সাজিয়ে তোলার বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি, এবার প্রথম বিদেশের মত দিঘায় বর্ষবরণের রাতে সমুদ্রের উপর আতশবাজি প্রদর্শনীর আয়োজন করতে চলেছে উন্নয়ন পর্ষদ। জানা গিয়েছে, দুটি জলযান নতুন ও পুরনো দিঘার সমুদ্রে থাকবে। সেই জলযানেই থাকবে আতশবাজির বিশেষ প্রদর্শনের সুবিধা। সম্পূর্ণ দূষণহীন গ্রিন বাজী ব্যবহার করা হবে।
৩১ ডিসেম্বর রাত ১২টা বাজলেই সমুদ্রের মাঝে আতশবাজি প্রদর্শনী শুরু হবে। সমুদ্রপাড়েও চলবে আতসবাজির খেলাও। বর্ষবরণের রাতকে স্মরণীয় করে রাখতেই এমন উদ্যোগ উন্নয়ন পর্ষদের। এ প্রসঙ্গে দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্র জানান, “দু’দিন ধরে চলা এই অনুষ্ঠানে বিভিন্ন নামি-দামী শিল্পী সমন্বয়ে থাকছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান। আগত পর্যটকদের কাছে বর্ষবরণ হয়ে উঠবে আরও বেশি আকর্ষণীয়। দিঘায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে। দিঘায় একদিকে যেমন জগন্নাথ মন্দির গড়ে উঠেছে তার সঙ্গে দিঘা নব রূপের সাজিয়ে তোলা হচ্ছে নববর্ষ ও বড়দিনের প্রাক্কালে।”