
কাঁথি: কাঁথি মহকুমা হাসপাতাল সংলগ্ন ৮টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দিল জেলা স্বাস্থ্য দফতর। অভিযোগ রাজ্য স্বাস্থ্য দফতরের প্রয়োজনীয় লইসেন্স ছাড়াই এই সেন্টারগুলি চলছিল। অভিযোগ, শুধু লাইসেন্স নয় এই সেন্টারগুলিতে কোনও প্যাথলজিস্টও নেই। সহকারি দিয়ে এক্স-রে , রক্ত-সহ বিভিন্ন পরীক্ষা করে রিপোর্ট দেওয়া হচ্ছে। আর এই রিপোর্টের ভিত্তিতে অসুস্থ মানুষজনের চিকিৎসা চলছে। এ নিয়ে চাপানউতোর চলছিলই। এবার কড়া পদক্ষেপ জেলা স্বাস্থ্য দফতরের।
এদিকে জেলার বিভিন্ন এলাকায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা ডায়গনস্টিক সেন্টার বা প্যাথলজিক্যালসেন্টার গুলির পলিক্লিনিকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ শুধু আজকের নয়। অভিযোগের পাহাড় জমা হতেই ডায়াগনস্টিক সেন্টার ও পলিক্লিনিকগুলির প্রয়োজনীয় কাগজপত্র ও পরিকাঠামো খতিয়ে দেখতে অভিযানে নামে নন্দীগ্রামের জেলা স্বাস্থ্য দফতর। গত জুলাই মাসে দু’দফায় ৫৯টি ডায়াগনস্টিক সেন্টারকে নোটিস দেয় জেলা স্বাস্থ্য দফতর। পাশাপাশি ১১ সেপ্টেম্বর কাঁথি মহকুমা হাসপাতাল সংলগ্ন এলাকার আরও ৮টি ডায়গনস্টিক সেন্টারকে নোটিশ ধরায় জেলা স্বাস্থ্য দফতর।
এ প্রসঙ্গে নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার সিএমওএইচ অসিত দেওয়ান বলেন, “কাঁথির ৮টি সেন্টারকে নিয়ে এখনও পর্যন্ত ৬৭টি ডায়গনস্টিক সেন্টারকে শোকজের পাশাপাশি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এগুলির মধ্যে এখন পর্যন্ত ৩০টি ডায়গনস্টিক সেন্টার কতৃপক্ষ লাইসেন্স-সহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছে। এই সেন্টারগুলির কাগজপত্র ও পরিকাঠামো খতিয়ে দেখার পর এই সেন্টারগুলি খোলার অনুমতি দেওয়া হয়েছে।”