
এগরা: ব্যাগে ছিল ৭ লক্ষ টাকা। পাঠিয়েছিলেন ব্যাঙ্কে জমা দিতে। কিন্তু কে জানত এগরার ইস্কনের ওই প্রভুর জন্য রাস্তাতেই অপেক্ষা করছে বড় বিপদ। এক ভক্ত বাইকে করেই ওই টাকা নিয়ে যাচ্ছিলেন। রাস্তাতেই আচমকা ব্যাগ ভর্তি টাকা রাস্তায় পড়ে যায়। ফের সেই ব্যাগের খোঁজ করলেও তা আর পাওয়া যায়নি। তারপরই তিনি সোজা দ্বারস্থ হন এগরা থানার। পুরো ঘটনা শুনে লিখিত অভিযোগ নেয় পুলিশ।
টাকার খোঁজে শুরু হয় তল্লাশি। গোটা তদন্ত প্রক্রিয়ায় নেতৃত্ব দেন এগরা থানার IC অরুন কুমার খাঁ। খতিয়ে দেখা হয় রাস্তার আশপাশের সিসিটিভি ফুটেজ। কিছু সময়ের মধ্যেই হয়ে যায় কিনারা। ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার হয় হারিয়ে যাওয়া ব্যাগ। টাকার সঙ্গে ছিল একটি চেকবুক। সেটিও উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, এক ব্যক্তি এগরার ইস্কনের মহাবীর মধূসূদন দাস প্রভুর ওই ব্যাগ কুড়িয়ে পেয়েছিলেন। তাঁর কাছ থেকেই সেটি উদ্ধার করে পুলিশ। রবিবার সাংবাদিক সম্মেলন করে গোটা ঘটনার কথা জানান SDPO দেবীদয়াল কুন্ডু। অন্যদিকে পুলিশের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ইস্কনের ওই প্রভু। মহাবীর মধূসূদন দাস বলছেন, “৯ দিনব্যাপী যে বিশাল রথযাত্রার আয়োজন হয়েছিল তাতেই বিভিন্ন ভক্তের কাছ থেকে ৯ লক্ষ টাকার ডোনেশন পেয়েছিলাম। ৭ তারিখ এক ভক্ত ওটা ব্যাঙ্কে জমা দিতে যাচ্ছিল। রাস্তায় ওই ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায় দু’জন বাইকওয়ালা সেটা পায়। পুলিশ বাইকের নম্বর ট্র্যাক করে দ্রুত টাকাটা উদ্ধার করে। এই কাজের জন্য পুলিশকে আমি অশেষ ধন্যবাদ জানাই।”