Egra: পাড়ার ছেলের সঙ্গে বউয়ের প্রেম! কেবল সন্দেহের বশেই ‘খুন’ সেই যুবকের বাবা

Egra: দীপক বেরার ছেলে অমিতের সঙ্গে প্রতিবেশী সদানন্দ দাসের বেশ কিছুদিন ধরে ঝামেলা চলছিল। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, সদানন্দ সন্দেহ করতেন, তাঁর স্ত্রীর সঙ্গে অমিতের প্রেম রয়েছে।

Egra: পাড়ার ছেলের সঙ্গে বউয়ের প্রেম! কেবল সন্দেহের বশেই খুন সেই যুবকের বাবা
ঘটনার সিসিটিভি ফুটেজ!Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 17, 2024 | 6:09 PM

পূর্ব মেদিনীপুর:  প্রতিবেশী যুবকের সঙ্গে স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক। সেই সন্দেহের বশেই এক যুবকের ওপর চড়াও এক ব্যক্তি। আর ছেলেকে বাঁচাতে গিয়ে মৃত্যু হল বাবার! অভিযোগ ঘিরে শোরগোল এগরার রাসন গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম দীপক বেরা (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীপক বেরার ছেলে অমিতের সঙ্গে প্রতিবেশী সদানন্দ দাসের বেশ কিছুদিন ধরে ঝামেলা চলছিল। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, সদানন্দ সন্দেহ করতেন, তাঁর স্ত্রীর সঙ্গে অমিতের প্রেম রয়েছে।  অভিযোগ, সন্দেহের বশেই বুধবার রাত প্রায় সাড়ে ১০টা নাগাদ সদানন্দ ও তাঁর দলবল অমিতের বাড়িতে চড়াও হয়। ছেলেকে বাঁচাতে গিয়ে সামনে এগিয়ে যান বাবা দীপক। দুষ্কৃতীরা বাঁশ ,লাঠি, নিয়ে তাঁদের মারধর করতে থাকেন বলে অভিযোগ। দুষ্কৃতীদের মারে লুটিয়ে পড়েন দীপক। পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় এগরা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে  মৃত বলে ঘোষণা করেন। তবে এই ঘটনার পরেই দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।

এগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা। তদন্ত শুরু করেছে এগরা থানার পুলিশ।