
কলকাতা : সৈকত নগরীর সৌন্দর্য ধরে রাখতে দীর্ঘদিন থেকেই উদ্যোগী হয়েছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। দিঘায় (Digha) বেআইনি দখলদারি রুখতে নড়েচড়ে বসল প্রশাসন। এদিন ওল্ড দিঘার সি-হক ঘোলা থেকে নিউ দিঘার পুলিশ হলিডে হোম ঘাট পর্যন্ত সৈকত সরণি জুড়ে অবৈধভাবে গড়ে ওঠা দোকান-পাট উচ্ছেদে অভিযান চালাল দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। পর্ষদ প্রশাসক মানস মণ্ডল এবং দিঘা ও দিঘা মোহনা কোস্টাল থানার পুলিশ কর্তাদের উপস্থিতিতে মঙ্গলবার বিকেলে এই অভিযান চালানো হয়। অভিযানে সৈকত সরণি দখল করে অবৈধভাবে গজিয়ে ওঠা ৫০ থেকে ৬০টি দোকান উচ্ছেদ করা হয়। লরিতে করে তুলে নিয়ে যাওয়া দোকানের জিনিসপত্র। এছাড়া একাধিক স্থানীয় দোকানের অবৈধ বর্ধিত অংশও সরিয়ে ফেলা হয় এদিনের অভিযানে।
প্রসঙ্গত, দীর্ঘদিন থেকেই সৈকতের রাস্তা দখল করে দোকানপাট বসানোর ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। অভিযোগ, তারপরেও স্থানীয়দের একাংশ প্রায় প্রতিদিনই সৈকত সরণির দখল নিয়ে দোকানপাট খুলে বসেন। বছরের পর বছর ধরে একই ছবি দেখা যাচ্ছে। এ ব্যাপারে অস্থায়ী দোকানদারদের সতর্ক করেও কাজ না হওয়ায় সম্প্রতি আন্দোলনে নামেন স্থায়ী ব্যবসায়ীরা। তারপরই নড়েচড়ে বসে প্রশাসনও। এদিন উন্নয়ন পর্ষদের তরফে ব্ল্যাক ফোর্স বাহিনী ও পুলিশ বাহিনী নিয়ে চালানো হয় উচ্ছেদ অভিযান।
এ বিষয়ে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক মানস কুমার মণ্ডল বলেন, “সৈকত সরণিতে পর্যটক, স্থানীয় মানুষ যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন সে কারণেই এদিন বেশ কিছু অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। এছাড়াও নতুন করে অবৈধ আর কোনও দোকানপাট যাতে না গড়ে ওঠে সে বিষয়েও মাইকিং করা হয়েছে। নিয়ম ভেঙে কেউ যদি ফের দোকান দেন তাহলে জরিমানা করা হবে। সৈকত সরণিতে অবৈধ দখলদারি কোনওভাবেই বরদাস্ত করা হবে না।”