কাঁথি : কাঁথির সাংসদ শিশির অধিকারীর (Sishir Adhikari) নামে ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Fake Bank Account) খুলে তাঁকে ফাঁসানোর চেষ্টার অভিযোগ। সেই অ্যাকাউন্টের তথ্য পেয়ে রীতিমতো উদ্বিগ্ন সাংসদ শিশির অধিকারী। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে কীভাবে গ্রাহক ছাড়াই অ্যাকাউন্ট খোলা গেল এ নিয়ে ব্রাঞ্চ ম্যানেজারের কাছে জানতে চেয়েছেন তিনি। পাশাপাশি এই নিয়ে তিনি মেল মারফত অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে অভিযোগপত্র পাঠিয়েছেন বলে জানা যাচ্ছে। কে বা কারা এর পিছনে আছে তাও জানতে চেয়েছেন তিনি। এ খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে জেলার রাজনৈতিক মহলে।
সূত্র মারফত খবর, সাংসদের ছবি, সাক্ষর-সহ একাধিক ডকুমেন্টস ব্যবহার করা হয়েছে অ্যাকাউন্টে। পূর্ব মেদিনীপুরের মাছনা ব্রাঞ্চের ঘটনা। এ ঘটনার পিছনে রাজনৈতিক অভিসন্ধির গন্ধ পাচ্ছেন শিশির অধিকারীর ছেলে দিব্যেন্দু অধিকারী। ঘটনা প্রসঙ্গে শিশির অধিকারী বলেন, “অ্যাকাউন্ট যে খোলা হয়েছে তা আমি জানতামই না। ব্যাঙ্ক থেকে চিঠি দেওয়া হয়েছে। তারপরেই জানতে পারছি।” একটি রাষ্ট্রয়াত্ব ব্যাঙ্কে কারও অনুমতি ছাড়া কী করে অ্যাকাউন্ট খোলা সম্ভব তা ভেবেই অবাক হয়ে যাচ্ছেন তিনি। কীভাবেই বা তাঁর সই তাঁদের কাছে পৌঁছাল, কীভাবে বাকি ডকুমেন্ট তাঁর অনুমতি ছাড়া ভেরিফাই করা হল তা ভেবেও কূলকিনারা পাচ্ছেন না তিনি।
অন্যদিকে নির্মলাকে যে চিঠি তিনি পাঠিয়েছেন সেখানে তিনি স্পষ্টই অভিযোগ করে লিখেছেন, “আমি ওই ব্যাঙ্কে কোনও অ্যাকাউন্ট খুলিনি। আমার নামে ওই ভুয়ো অ্য়াকাউন্ট খোলা হয়েছে। আমাকে সমস্যায় ফেলতেই এটা করা হয়েছে বলে মনে হচ্ছে। আমি আপনাকে এই ঘটনার তদন্ত করার জন্য অনুরোধ করছি। আমি চাই দোষীদের পাকড়াও করে শাস্তি দেওয়া হোক।”