TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী
Dec 10, 2022 | 9:02 AM
শীত বাড়তেই পর্যটকের ভিড় আরও বাড়তে শুরু করেছে বাঙালির প্রিয় সৈকত শহর দিঘায়। সেখানেই এবার শুরু হল 'বাংলা মোদের গর্ব' উৎসব। সেই উৎসব ঘিরে উন্মাদনা প্রবল।
রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফরের উদ্যোগে শুক্রবার ‘বাংলা মোদের গর্ব’ অনুষ্ঠানের সূচনা হল দিঘায়। তিন দিনের এই অনুষ্ঠান চলবে আগামী রবিবার পর্যন্ত।
দিঘা সেই উৎসবে তুলে ধরা হবে রাজ্যের বিভিন্ন প্রকল্প। বিক্রি হবে স্বনির্ভর গোষ্ঠীর উৎপাদন করা পণ্যসামগ্রী। এছাড়াও জেলার শিল্পীদের নিয়ে প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
শুক্রবার ওল্ড দিঘার বিশ্ব বাংলা- ২ ঘাটে তিনদিন ব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের কারা দফতরের মন্ত্রী অখিল গিরি ও মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী। উপস্থিত ছিলেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সৌভিক চট্টোপাধ্যায়, অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও সংরক্ষণ) অনির্বাণ কোলে, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক মহুয়া মল্লিক, জেলা পরিষদের সহ সভাধিপতি শেখ সুফিয়ান, শিক্ষা কর্মাধ্যক্ষ মধুরিমা মণ্ডল প্রমুখ।
মন্ত্রী অখিল গিরি জানান, বাংলা স্বাধীনতা সংগ্রমারে ক্ষেত্রে কী ভূমিকা নিয়েছিল, সে সব তুলে ধরা হচ্ছে এই মেলার মাধ্যমে। শিল্পীদের কাছ থেকে পর্যটকেরা জিনিসপত্র কিনবেন এমনটাই আশা করছেন অখিল গিরি।
শুক্র, শনি, রবি অর্থাৎ সপ্তাহান্তে এই উৎসব হচ্ছে দিঘায়। তাই পর্যটকদের আকর্ষণ যে এতে আরও বাড়বে তা স্পষ্ট। এই নিয়ে দ্বিতীয় বছরে পড়ল এই মেলা।