Fire: দাউ দাউ করে জ্বলছে বাজি কারখানা, কোলাঘাটে কি ভয়াবহ কিছু অপেক্ষা করছে?

Kolaghat: রবিবার রাত ১০টা নাগাদ কোলাঘাট ব্লকের পয়াগ গ্রামে এই ঘটনা ঘটে বলে খবর। গ্রামে একটি বেআইনি বাজি কারখানা ছিল বলেও অভিযোগ সামনে আসছে। দীর্ঘদিন ধরে পয়াগ গ্রামের কয়েকটি পরিবার বাজির কাজ করে। এরইমধ্যে এদিন এমন বিস্ফোরণের খবর সামনে আসে। তাতেই এলাকায় আতঙ্ক ছড়ায়।

Fire: দাউ দাউ করে জ্বলছে বাজি কারখানা, কোলাঘাটে কি ভয়াবহ কিছু অপেক্ষা করছে?

| Edited By: সায়নী জোয়ারদার

Jun 09, 2024 | 11:54 PM

পূর্ব মেদিনীপুর: আবারও বাজি কারখানায় ভয়াবহ আগুন। আবারও জেলার নাম পূর্ব মেদিনীপুর। অনেকে এই ঘটনা শুনেই এগরার খাদিকুলের কথা মনে করছেন। রবিবার কোলাঘাটের পয়াগ গ্রামে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ আগুন লাগে। দমকলের ইঞ্জিন গেলেও এখনও সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ঘন জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় বাড়ছে চাপ।

রবিবার রাত ১০টা নাগাদ কোলাঘাট ব্লকের পয়াগ গ্রামে এই ঘটনা ঘটে বলে খবর। গ্রামে একটি বেআইনি বাজি কারখানা ছিল বলেও অভিযোগ সামনে আসছে। দীর্ঘদিন ধরে পয়াগ গ্রামের কয়েকটি পরিবার বাজির কাজ করে। এরইমধ্যে এদিন এমন বিস্ফোরণের খবর সামনে আসে। তাতেই এলাকায় আতঙ্ক ছড়ায়।

একটি বাড়ি আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে বলে খবর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোলাঘাট থানার পুলিশ। দমকলের দু’টি ইঞ্জিনও পৌঁছয় সেখানে। তবে এলাকা একেবারে অন্ধকার। আবার ঘনবসতির কারণেও সমস্যা রয়েছে। এরইমধ্যে শুধু বাজি ফাটার শব্দ শুনতে পাচ্ছেন এলাকার লোকজন। বেশ কয়েকজন জখম হয়েছেন বলেও খবর। এলাকা ঘিরে রেখেছে পুলিশ।

২০২৩ সালের ১৬ মে এগরার খাদিকুলে এক অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ হয়। ১১ জনের মৃত্যু হয়েছিল। যা নাড়িয়ে দিয়েছিল গোটা বাংলাকে। বছর ঘুরতেই পয়াগের ঘটনায় ভয় ধরাচ্ছে আবারও।