Kanthi Fishermen: ঘোষণাই সার! ‘ব্যান পিরিয়ডে’ টাকা না পেয়ে রাজ্যের বিরুদ্ধে ক্ষুব্ধ মৎস্যজীবীরা
Kanthi Fishermen: মৎস্যজীবীদের সংগঠনের দাবি, শুধু রাজ্য় সরকারের সাহায্য পিরিয়ড এই প্রকল্পই নয়, রাজ্য়ের অসহযোগিতার কারণে কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সাহায্যও পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ।

কাঁথি: ঘোষিত প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে না! রাজ্য সরকারের বিরুদ্ধে এমনই অভিযোগ তুললেন মৎস্যজীবীরা। ২০১৪ সালে ‘সমুদ্র সাথী’ প্রকল্পের কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। সেই প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে না বলে দাবি তুলে সরব হলেন পূর্ব মেদিনীপুরের মৎস্যজীবীরা।
মূলত ব্যান পিরিয়ডে ক্ষুদ্র মৎস্যজীবীদের সাহায্যের জন্য রাজ্য সরকার এই সমুদ্র সাথী প্রকল্পের কথা ঘোষণা করেছিল। দু’মাস যে মাছধরা বন্ধ থাকে, সেই সময় মৎস্যজীবীদের প্রতি মাসে ৫ হাজার টাকা করে অর্থাৎ দু’মাসে ১০ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। ২০২৪ সালে প্রকল্পের ঘোষণা করা হলেও এই প্রকল্পের কোনও সুবিধা এখনও পাননি মৎস্যজীবীরা।
মঙ্গলবার, ১৫ এপ্রিল থেকেই রাজ্যে সমুদ্রিক মাছের প্রজনন ও বৃদ্ধির জন্যে মাছ ধরার ব্যান পিরিয়ড শুরু হচ্ছে।
মৎস্যজীবীদের সংগঠনের দাবি, শুধু রাজ্য় সরকারের সাহায্য পিরিয়ড এই প্রকল্পই নয়, রাজ্য়ের অসহযোগিতার কারণে কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সাহায্যও পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। অল ফেডারেশন অব স্মল স্কেল ফিশ ওয়ারর্কাস সংগঠনের সভাপতি প্রদীপ চট্টোপাধ্যায় জানিয়েছেন, বাজেট বক্তৃতায় এই প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল। তিনি বলেন, “ভোট এলেই প্রকল্পের কথা ঘোষণা করা হয়, আর ভোট চলে গেলে তা বন্ধ করে দেওয়া হয়। আমরা চাই রাজ্য সরকার সমুদ্রসাথী প্রকল্প অবিলম্বে চালু করুক। প্রকল্পের সুবিধা মৎস্যজীবীদের দিক।”





