পূর্ব মেদিনীপুর: হাতে আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই পরীক্ষার্থীদের ভিড় বাড়বে রাজ্যের মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রগুলিতে। বিভিন্ন পরীক্ষা সেন্টারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ২ ফেব্রুয়ারি থেকেই শুরু হয়ে যাচ্ছে এবারের মাধ্যমিক। এরইমধ্যে পরীক্ষার আগের রাতেই পূর্ব মেদিনীপুরের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এল সুখবর। বড় ঘোষণা করে দিল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ও বাস মালিক সংগঠন। পরীক্ষার দিনগুলিতে সরকারি ও বেসরকারি বাসে যাতায়াত করলে মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনও ভাড়া দিতে হবে না। সিদ্ধান্ত হয়েছে এমনটাই।
এবার পূর্ব মেদিনীপুর জেলায় মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৬৬ হাজার ২২১ জন। এর মধ্যে ছাত্র ৩১ হাজার ৮৬৪। ছাত্রী ৩৪ হাজার ৩৫৭। মোট পরীক্ষা কেন্দ্র ১১০। পরীক্ষার আগে প্রশাসনের এই বিনামূল্যের বাস পরিষেবার সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছেন জেলার বাসিন্দারা। খুশি পরীক্ষার্থীরাও। শুক্রবার সকাল ৯টা ৪৫ মিনিট থেকে শুরু হচ্ছে এবারের মাধ্যমিক পরীক্ষা। এত সকালে কীভাবে পরীক্ষার্থীরা কেন্দ্রে পৌঁছাবে তা নিয়ে চাপানউতর চলছিলই। জলঘোলা হচ্ছিল রাজনৈতিক মহলে। এরইমধ্যে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ও বাস মালিক সংগঠনের এই উদ্যোগ নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
এদিনই এ বিষয়ে বৈঠক করেন অতিরিক্ত জেলা শাসক শৌভিক চট্টোপাধ্য়ায় ও বাস সংগঠনের সম্পাদক সুকুমার বেরা। সঙ্গে ছিলেন অন্যান্য পদস্থ কর্তারাও। সেখানেই এই সিদ্ধান্ত হয়। অতিরিক্ত জেলা শাসক শৌভিক চট্টোপাধ্য়ায় বলছেন, “এবার তো অন্যবারের থেকে সময় বদলেছে। আগে ১২টা থেকে পরীক্ষা হলেও এবার ৯টা ৪৫ মিনিট থেকে হবে। ফলে সাড়ে আটটা থেকে ৯টার মধ্যে পরীক্ষাকেন্দ্রগুলিতে পড়ুয়ারা ঢুকতে শুরু করবে। সে কারণেই সকাল ৬টা থেকে সব রুটে স্বাভাবিক বাস পরিষেবা রাখতে হবে।” বাস সংগঠনের সম্পাদক সুকুমার বেরা বলছেন, “প্রশাসনের তরফ থেকে আমাদের কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল। তারপরই আমরা পরীক্ষার্থীদের বিনামূল্য বাস পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে পরীক্ষার্থীদের সঙ্গে যাঁরা থাকবেন তাঁদের পুরো ভাড়া দিতে হবে।”