Digha Jagannath Temple: চোখ ধাঁধানো অন্দরমহল, বিশেষ আলোকসজ্জা, কেমন হচ্ছে দিঘার জগন্নাথ মন্দির, দেখুন ছবিতে

Digha Jagannath Temple: মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ২৯ তারিখ হবে প্রাণ প্রতিষ্ঠা। পরের দিন ৩০ তারিখ দুপুর ২টো ৩০ মিনিটে উদ্বোধন হবে। এরপর ৩ টে ১০ মিনিটে নিয়ম মেনে দ্বারোদ্ঘাটন করা হবে। থাকবেন পুরীর রাজেশ দৈত্যাপতি।

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 17, 2025 | 8:32 PM

1 / 7
দিঘার জগন্নাথ মন্দিরের শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে বুধবারই নবান্নে বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই জগন্নাথ মন্দির উদ্বোধনের প্রস্তুতি খতিয়ে দেখতে গেলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। বিদ্যুতের যাবতীয় পরিকাঠামো ও সঠিক সুরক্ষা আছে কি না, তা খতিয়ে দেখলেন মন্ত্রী।

দিঘার জগন্নাথ মন্দিরের শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে বুধবারই নবান্নে বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই জগন্নাথ মন্দির উদ্বোধনের প্রস্তুতি খতিয়ে দেখতে গেলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। বিদ্যুতের যাবতীয় পরিকাঠামো ও সঠিক সুরক্ষা আছে কি না, তা খতিয়ে দেখলেন মন্ত্রী।

2 / 7
দিঘায় জগন্নাথ মন্দির

দিঘায় জগন্নাথ মন্দির

3 / 7
মন্দিরে থাকছে বিশেষ আলোকসজ্জার ব্যবস্থা। রাতে আলোর সাজে সেজে উঠবে দিঘার এই জগন্নাথ মন্দির। মুখ্যমন্ত্রীর নির্দেশে আগামী ২৭ এপ্রিল থেকে দিঘাতেই থাকবেন ইন্দ্রনীল সেন, সুজিত বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, স্নেহাশিস চক্রবর্তীর মতো মন্ত্রীরা।

মন্দিরে থাকছে বিশেষ আলোকসজ্জার ব্যবস্থা। রাতে আলোর সাজে সেজে উঠবে দিঘার এই জগন্নাথ মন্দির। মুখ্যমন্ত্রীর নির্দেশে আগামী ২৭ এপ্রিল থেকে দিঘাতেই থাকবেন ইন্দ্রনীল সেন, সুজিত বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, স্নেহাশিস চক্রবর্তীর মতো মন্ত্রীরা।

4 / 7
এদিকে স্থায়ী সিসিটিভি লাগানোর কাজ শুরু করে দিয়েছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। বৃহস্পতিবার মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, মন্দিরে পাওয়ার সাপ্লাইয়ের কাজ শেষ হয়ে গিয়েছে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, 'মন্দির জগন্নাথ দেবের ইচ্ছায় তৈরি হয়েছে। তিনি যেভাবেই চেয়েছেন সেভাবেই হয়েছে।'

এদিকে স্থায়ী সিসিটিভি লাগানোর কাজ শুরু করে দিয়েছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। বৃহস্পতিবার মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, মন্দিরে পাওয়ার সাপ্লাইয়ের কাজ শেষ হয়ে গিয়েছে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, 'মন্দির জগন্নাথ দেবের ইচ্ছায় তৈরি হয়েছে। তিনি যেভাবেই চেয়েছেন সেভাবেই হয়েছে।'

5 / 7
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ২৯ তারিখ হবে প্রাণ প্রতিষ্ঠা। পরের দিন ৩০ তারিখ দুপুর ২টো ৩০ মিনিটে উদ্বোধন হবে। এরপর ৩ টে ১০ মিনিটে নিয়ম মেনে দ্বারোদ্ঘাটন করা হবে। থাকবেন পুরীর রাজেশ দৈত্যাপতি।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ২৯ তারিখ হবে প্রাণ প্রতিষ্ঠা। পরের দিন ৩০ তারিখ দুপুর ২টো ৩০ মিনিটে উদ্বোধন হবে। এরপর ৩ টে ১০ মিনিটে নিয়ম মেনে দ্বারোদ্ঘাটন করা হবে। থাকবেন পুরীর রাজেশ দৈত্যাপতি।

6 / 7
মমতা বন্দ্যোপাধ্যায় ওই মন্দিরে সোনার ঝাঁটা দেবেন। অ্যাকাউন্ট তৈরি হলেই তার জন্য ৫ লক্ষ ১ টাকা দেবেন মমতা। কী কী ব্যবস্থা নেওয়া হবে, নিরাপত্তা কেমন থাকবে, সেই সব নির্দেশ দিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।

মমতা বন্দ্যোপাধ্যায় ওই মন্দিরে সোনার ঝাঁটা দেবেন। অ্যাকাউন্ট তৈরি হলেই তার জন্য ৫ লক্ষ ১ টাকা দেবেন মমতা। কী কী ব্যবস্থা নেওয়া হবে, নিরাপত্তা কেমন থাকবে, সেই সব নির্দেশ দিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।

7 / 7
 বুধবার নবান্নে ওই মন্দির সংক্রান্ত বৈঠক ছিল। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, নিরাপত্তা সহ সব আয়োজন করে ফেলা হয়েছে দিঘায়।

বুধবার নবান্নে ওই মন্দির সংক্রান্ত বৈঠক ছিল। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, নিরাপত্তা সহ সব আয়োজন করে ফেলা হয়েছে দিঘায়।