Egra Land: সরকারি জমি সস্তায় কিনে নিয়েছেন তৃণমূল নেতার শাশুড়ি! চাঞ্চল্যকর অভিযোগ এগরায়

Kanishka Maity | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 08, 2025 | 1:18 PM

Egra Land: এগরা কলেজের ছাত্রদের অভিযোগ, এভাবে দীর্ঘদিন ধরেই এগরা কলেজে দুর্নীতি চলছে। তদন্তের দাবি জানাচ্ছেন তাঁরা। বিধায়কের দাবি, তিনি কিছু জানতেন না।

Egra Land: সরকারি জমি সস্তায় কিনে নিয়েছেন তৃণমূল নেতার শাশুড়ি! চাঞ্চল্যকর অভিযোগ এগরায়
এই সে সরকারি জমি
Image Credit source: TV9 Bangla

Follow Us

এগরা: কম দামে বিক্রি হয়ে গেল সরকারি জমি! বিস্ফোরক অভিযোগ উঠল নেতার আত্মীয়ের বিরুদ্ধে। কলেজের জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে পূর্ব মেদিনীপুরের এগরায়। মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসী। অভিযোগ, এগরার সারদা শশীভূষণ কলেজের ২ ডেসিমেল জায়গা হস্তান্তর করা হয়েছে এক মহিলাকে। যিনি ওই জমি নিয়েছেন বলে অভিযোগ, তিনি পেশায় এগরা কলেজের অশিক্ষক কর্মী। অন্যদিকে, ওই মহিলা, সম্পর্কে এগরা শহর তৃণমূলের সভাপতি উদয় পালের শাশুড়ি।

জানা গিয়েছে, ওই জমির সরকারি মূল্য প্রায় ১৫ লক্ষ টাকার বেশি। কীভাবে, কোন নিয়মে ওই সরকারি সম্পত্তি তৃণমূল নেতার নিকট আত্মীয়ের হাতে গেল! তা নিয়ে উঠেছে প্রশ্ন। জানা গিয়েছে, গত ৩১ জানুয়ারি এগরা কলেজের অধ্যক্ষ দীপক তামিলি অবসর নিয়েছেন। তার ঠিক ৩ দিন আগে অর্থাৎ গত ২৮ জানুয়ারি এগরা কলেজের ২ ডেসিমিল জায়গা পম্পা নন্দ নামে ওই অশিক্ষক কর্মীকে দেওয়া হয়। নামমাত্র মূল্যে সেই জমি হস্তান্তর করা হয়েছে বলে অভিযোগ।

সাধারণ মানুষের প্রশ্ন, যে জমির সরকারি মূল্য ১৫ লক্ষ ৫১ হাজার টাকা, সেই জমি কী করে ৫ লক্ষ ৫১ হাজার টাকায় বিক্রি করা হল? সরকারি জায়গা সরকারি মূল্যের কমে বিক্রি হল কীভাবে। এগরা কলেজের পরিচালন কমিটির চেয়ারম্যান পদে রয়েছেন খোদ এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি।

সরকারি জায়গা বিক্রির ক্ষেত্রে কলেজ পরিচালন কমিটি কী করে ছাড়পত্র দিল, তা নিয়েও প্রশ্ন উঠেছে। এ ব্যাপারো কোনও সঠিক তথ্য দিতে পারছেন না কেউ। গত ৬ ফেব্রুয়ারি এগরার মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ জানান স্থানীয় বাসিন্দারা। তবে এই বিষয়ে এগরা শহর তৃণমূল সভাপতি উদয় পালের সঙ্গে যোগাযোগ করা হলেও, তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এগরা কলেজের ছাত্রদের অভিযোগ, এভাবে দীর্ঘদিন ধরেই এগরা কলেজে দুর্নীতি চলছে। তদন্তের দাবি জানাচ্ছেন তাঁরা। কংগ্রেসের জেলা সভাপতি মানস কর মহাপাত্রের দাবি, এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি যেদিন থেকে কলেজ পরিচালন কমিটির সভাপতি হয়েছেন, সেদিন থেকেই দুর্নীতি শুরু।

এগরা পুরসভার চেয়ারম্যান স্বপন নায়ক বলেন, বিষয়টি আমি জানতাম না। অবশ্যই খতিয়ে দেখা হবে। পরিচালন কমিটির সভাপতি তথা তৃণমূল বিধায়ক তরুণ মাইতির দাবি, তিনি বিষয়টি জানেন না।

Next Article