
পূর্ব মেদিনীপুর: পুজোয় বর্ষাসুর। গভীর নিম্নচাপের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। চতুর্থী থেকেই বৃষ্টির পূর্বাভাস থাকছে। বৃষ্টি আরও বাড়তে পারে অষ্টমী থেকে। তবে বেশি বৃষ্টির পূর্বাভাস থাকছে উপকূলের জেলাগুলিতে। ময়ালয়ার পর ২৩ তারিখে দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্বাভাস শুনতেই তৎপর পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। অন্যদিকে আবার জল ছাড়তে শুরু করেছে ডিভিসি। সেদিকেও নজর রয়েছে জেলা প্রশাসনের।
দুর্যোগের ফলে পুজো উদ্যোক্তা-সহ সাধারণ মানুষের যাতে ক্ষতি খুব বেশি না হয় সেদিকে সদা সজাগ দৃষ্টি রাখা হচ্ছে। খোলা হচ্ছে কন্ট্রোল রুম। প্রস্তুত থাকতে বলা হয়েছে বিপর্যয় মোকাবিলা দফতরকেও। পুজোর সময় রাস্তার উপর যে সমস্ত বড় বড় গেট থাকছে দুর্যোগের কবলে পড়ে সেগুলি যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে নজর রাখা হচ্ছে। একইসঙ্গে মণ্ডপগুলির দিকেও থাকছে সজাগ দৃষ্টি।
এদিকে আবহাওয়া দফতর বলছে, দক্ষিণবঙ্গে মহালয়ার পর সোমবার ও মঙ্গলবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ২৫ থেকে ২৬ শে সেপ্টেম্বর এর মধ্যে তৈরি হতে পারে নিম্নচাপ। এর প্রভাবে ফের বৃষ্টি বাড়বে। ২৬ থেকে ২৯ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। চতুর্থী থেকে সপ্তমী পর্যন্ত থাকছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। তবে রেহাই মিলবে অষ্টমী, নবমী, দশমীতেও। পূর্বাভাস বলছে ৩০ সেপ্টম্বর থেকে থেকে ২ অক্টোবরের মধ্যে আরও বাড়তে পারে বৃষ্টির তীব্রতা।