দিঘা: রবিবার দিঘার বাইপাসের ধারের একটি খাল থেকে উদ্ধার হয়েছিল কাটা মাথা। তার জেরে চাঞ্চল্য ছড়িয়েছিল। আর এবার সৈকত নগরী থেকে এল ধর্ষণের খবর। এক তরুণীকে হোটেলের ঘর ঠিক করে দেওয়ার নাম করে ধর্ষণের অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে। পুলিশসুপার সৌম্যদীপ ভট্টাচার্য জানান, ধর্ষণের অভিযোগ উঠেছে। দুই অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে। ১৪ দিনের জেল হেফাজত হয়েছে তাদের।
জানা গিয়েছে, এক পুরুষ ও এক মহিলা রাতে দিঘায় হোটেলের ঘর খুঁজছিলেন। সেই সময় দুই ব্যক্তি বাইকে চড়ে এসে তাঁদের উদ্দেশে সাহায্যের হাত বাড়িয়ে দেন। তাঁরা জানান রুম খুঁজে দেবেন। বলতে থাকেন, “আসুন না কমে রুম খুঁজে দেব।” সেই মতো অপরিচিত দুই যুবকের সঙ্গে ওই যুবতী এবং তাঁর পুরুষ বন্ধু যায়। অভিযোগ, দিঘাশ্রীর কাছে নিয়ে গিয়ে একটি জঙ্গলের ধারে মেয়েটির পুরুষ বন্ধুকে গাছে বাঁধেন অভিযুক্তরা। তারপর বেধড়ক মারধর করেন। এরপর মেয়েটির বন্ধুর সামনেই যুবতীকে ধর্ষণ করেন বলে অভিযোগ।
তরুণীর অভিযোগের ভিত্তিতে দিঘার থানার ওসি অভিজিৎ পাত্র অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালান। গ্রেফতার করা হয় দুজনকে। সোমবার তাঁদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩ (মারধর) , ৩৭৬ ( ধর্ষণ) , ৩৭৯ ( চুরি ছিনতাই) , ৩৪ আইপিসি ধারায় মামলা রুজু হয়েছে। মেয়েটির আত্মীয় বলেন, “ওরা দুজন বিচে ঘোরার পর রুম খুঁজছিল। সেই সময় দুজন এসে বলে আসুন কমে রুম খুঁজে দেব। দিঘাশ্রীর কাছে একটি জঙ্গলের ধারে নিয়ে গিয়ে মেয়েটার বন্ধকে মারধর করে। তারপর মেয়েটাকে ধর্ষণ করে। এই রকম যদি ঘটনা ঘটে তাহলে পর্যটকরা যাবে কীভাবে?” দিঘা থানার ওসি অভিজিৎ পাত্র বলেন ” অভিযোগের ভিত্তিতে দুই অভিযুক্তকে পাকড়াও করা হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।”