কাঁথি: খুব বেশি দূরে নয় শান্তিকুঞ্জ। অর্থাৎ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ি। মেরেকেটে ১ কিলোমিটার হবে। সেই পূর্ব মেদিনীপুরের ৩ ব্লকে দীর্ঘ ২৫ বছর ধরে চলছে পানীয় জলের সমস্যা। আজও মেটেনি। বিজেপি আর তৃণমূল দু’পক্ষই দায় ঠেলছে একে অপরকে।
বাম জমানা থেকে চলছে এই জলকষ্ট বলে দাবি সেখানকার বাসিন্দারা। তৃতীয়বারের জন্য রাজ্যের মসনদে বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কাঁথি ৩ ব্লকের মানুষের অবস্থা এখনও বদলায়নি। এই এলাকার কয়েকটি অঞ্চলে নোনা জলের প্রভাব আছে। ফলে ভূগর্ভস্থ জল না মেলায় কল থাকলেও জল মেলে না। এলাকার মানুষের দাবি, ভোট আসে ভোট যায়। দেওয়া হয় প্রতিশ্রুতি। কিন্তু মেলে না জল। পানীয় জলের জন্য ভরসা সেই কাঁথি পৌরসভা এলাকাই। ক্ষুব্ধ সাধারণ মানুষ। কতদিন বাড়ির ছেলে মেয়েরা জল বয়ে আনবে সেই প্রশ্ন করছেন তারা? গ্রামের এক মহিলা বলেন, “দিদি-দাদা বুঝি না। কে জিতল কে হারল বুঝি না। আমরা শুধু জল চাই। এখানে জলের খুব কষ্ট।”
যদিও রাজ্যের বিরোধী দল বিজেপি এই তীব্র জল সমস্যা নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসকেই নিশানা করেছে। আর শাসকের রাজনীতি জন্যই চাঁদবেড়িয়া সহ এলাকার বিশুদ্ধ পানীয় জল পাচ্ছে না বলেই দাবি জেলা বিজেপি সাধারণ সম্পাদক চন্দ্র শেখর মণ্ডলের। যদিও বিরোধীদের তোলা অভিযোগ স্বীকার করেছেন কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ বেজ। তিনি বলেন, “এই ব্লক এলাকার ৪টি অঞ্চলে জল সমস্যা রয়েছে। আমরা একটা বড় জল প্রকল্প তৈরি করেছি। যদিও সেই কাজ চলছে সব কিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরেই বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া চেষ্টা সফল হবে।”