তমলুক: লোকসভা নির্বাচনে তমলুকে বড় জয় পেয়েছে বিজেপি। নিকটবর্তী তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে হারিয়ে জয়ী হয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার তাঁরই কেন্দ্রে কি না উড়ছে সবুজ আবির। আনন্দে মাতোয়ারা তৃণমূল কর্মীরা। কিন্তু কেন? আসলে তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত নিমতৌড়ি কৃষি উন্নয়ন সময়বায় সমিতিতে নির্বাচন ছিল রবিবার। সেই নির্বাচনেই জয়ী হয়েছে তৃণমূল। সব আসন নিজেদের দখলে রাখতে পেরেছে এ রাজ্যের শাসকদল।
আজ পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হল নিমতৌড়ি কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচন। সেখানে সকাল থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। মোট আসন সংখ্যা ছিল আট। এর মধ্যে তৃণমূল ও বিজেপি আটটি করে আসনে প্রার্থী দিলেও চারটি করে আসনে প্রার্থী দেয় সিপিএম।
নিমতৌড়ি, উত্তর সাওতানচক,উত্তর নারিকেলদা,কুলবেড়্যা এবং উত্তর সোনামুই মৌজার মোট ৩৬৭ জন এই সমবায় নিমতৌড়ির ভোটার রয়েছেন। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে উত্তর সোনামুই গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে থাকলেও ২০২৪ এর লোকসভা ভোটে এই গ্রাম পঞ্চায়েত থেকে সামান্য কয়েকটি ভোটে লিড পায় বিজেপি। তবে নিমতৌড়ি সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচন ৮টি আসনের মধ্যে ৮টি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। বৃষ্টি উপেক্ষা করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা জয়ের উল্লাসে মেতে ওঠেন এ দিন।পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সোমনাথ বেরা বলেন, “মানুষ তখন সাময়িকভাবে বিভ্রান্তি হয়েছিল। এখন মানুষ বুঝে গিয়েছেন।তবে আমরা নিশ্চিত ছিলাম আমরা মানুষকে নিজের সঙ্গে নিতে পারব।”