
পূর্ব মেদিনীপুর ও কলকাতা: এভারেস্ট জয় করে কলকাতায় পা রেখেছিলেন শুক্রবার। কলকাতা এয়ারপোর্টে তাঁকে ঘিরে ব্যাপক উন্মদনার ছবিও দেখা গিয়েছিল। এয়ারপোর্টে গিয়েছিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা, বিধাননগর সিপি মুকেশ কুমার-সহ কলকাতা পুলিশের উচ্চপদস্থ একাধিক আধিকারিক। কারণ তিনি যে খোদ কমিশনারের দেহরক্ষী। কথা হচ্ছে লক্ষ্মীকান্ত মণ্ডলকে নিয়ে। করে ফেলেছেন বড় রেকর্ড। জয় করেছেন এভারেস্ট। শনিবার ফিরলেন পূর্ব মেদিনীপুরের তমলুকের নিমতৌড়ির গ্রামের বাড়িতে। ঘরের ছেলে এক্কেবারে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ জয় করে ঘরে ফিরতেই উচ্ছ্বাসের ছবি দেখা যায় গোটা গ্রামেই।
এভারেস্টে জয়ের জন্য এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে তিনি রওনা দিয়েছিলেন লক্ষ্মীকান্ত। শুক্রবার কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার বিমান এআই ২৭৬৭ করে ফেরেন তিনি। কলকাতা থেকে এরইমধ্যে চলে যান পূর্ব মেদিনীপুরে। শনিবার দুপুরে নিমতৌড়ি থেকে সোজা তমলুক থানার সামনে ঐতিহ্য প্রাচীন তমলুক রাজবাড়ী ময়দানে। সেখানে তাঁর জন্য আয়োজন করা হয়েছিল সংবর্ধনা সভার।
সংবর্ধনা সভায় ছিলেন তমলুকের মহকুমা পুলিশ আধিকারিক আফজাল আবরার, তমলুক থানার আইসি সুভাষচন্দ্র ঘোষ, তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় ভাইস চেয়ারম্যান-সহ একাধিক জনপ্রতিনিধিরা। ছেলেকে কাছে পেয়ে আনন্দে আপ্লুত লক্ষীকান্তের বাবা-মা সহ গ্রামের বাসিন্দারা। শুক্রবার তো পুলিশ কমিশনারের সঙ্গে ছেলেকে আনতে এয়ারপোর্টে গিয়েছিলেন মা নিজেও।