কোলাঘাট: স্বামীকে ফিরে পেতে ধরনা বসলেন স্ত্রী। টানা ৩৬ ঘণ্টা ধরে শ্বশুরবাড়ির সামনে ধরনা। ভরা গ্রীষ্মের দুপুরে শ্বশুরবাড়ির দোরগোড়ায় ঠাঁয় বসে। কোলে ছোট্ট শিশুকন্যা। সেই ছোট্ট মেয়েকে নিয়েই স্ত্রীর মর্যাদা পেতে ধরনায় বসে আছেন প্রিয়াঙ্কা। সেই ছাত্রাবস্থায় কোলাঘাটের (Kolaghat) চন্দনের প্রেমে পড়েছিলেন হাওড়ার শ্যামপুরের প্রিয়াঙ্কা। দীর্ঘদিনের প্রেম। তারপর বছর ছয়েক আগে চার হাত এক হয়েছিল। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের কোদালিয়া গ্রামের বাসিন্দা চন্দন দাসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন হাওড়ার শ্যামপুরের প্রিয়াঙ্কা দাস। রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল তাঁদের। কিন্তু বিয়ের পর শ্যামপুরেই থাকত স্বামী-স্ত্রী। প্রিয়াঙ্কার দাবি, বিয়ের পর বেশ কয়েকবার শ্বশুরবাড়িতে এলেও পাকাপাকিভাবে কখনও কোলাঘাটের শ্বশুরবাড়িতে থাকা হয়নি।
প্রিয়াঙ্কা জানাচ্ছেন, বছর ছ’য়েক আগে তাঁর স্বামী চন্দনের মায়ের মৃত্যু হয়েছিল। তাঁর মৃত্যুর পর চন্দন কোলাঘাটের বাড়িতে গিয়েছিল। কিন্তু তারপর থেকে আর শ্যামপুরের বাসায় ফেরেনি স্বামী। চন্দনের সঙ্গে সেই সময় থেকে আর কোনও দেখাও হয়নি প্রিয়াঙ্কার। এর আগেও একাধিকবার স্বামীর সঙ্গে দেখা করতে এসেছিলেন প্রিয়াঙ্কা। কিন্তু লাভ হয়নি। কোনওভাবেই দেখা করতে পারেননি স্বামীর সঙ্গে। তাঁকে কোলাঘাটের শ্বশুরবাড়িতে স্বামীর পরিবারের লোকজন ঢুকতে পর্যন্ত দেয়নি বলে অভিযোগ প্রিয়াঙ্কার। এমনকী শ্বশুরবাড়ির লোকেরা প্রিয়াঙ্কাকে চন্দনের স্ত্রী বলে স্বীকার করতেও রাজি নয়। এই নিয়ে মাসখানেক আগে কোলাঘাট থানায় গিয়ে অভিযোগও জানিয়েছিলেন তিনি। কিন্তু তারপরও কোনও কাজ হয়নি বলে অভিযোগ প্রিয়াঙ্কার।
বার বার স্বামীর সঙ্গে দেখা করতে এসেও ফিরে যেতে হয়েছে প্রিয়াঙ্কাকে। এমন অবস্থায় তাই এবার শ্বশুরবাড়ির সামনেই ধরনায় বসে পড়েন তিনি। গত বুধবার থেকে স্বামীর বাড়ির সামনে ছোট্ট শিশুকন্যাকে নিয়ে প্রচণ্ড গরমের মধ্যে ধরনায় বসেছেন। পরিবারের তরফে জানানো হয়েছে, চন্দন দাস গত দিন ছয়েক ধরে বাড়িতে নেই। আর তাঁরাও প্রিয়াঙ্কাকে বাড়ির বউ হিসেবে স্বীকৃতি দিতে নারাজ। শেষ পর্যন্ত এদিন বিকেলে কোলাঘাট থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। তবে ক্যামেরার সামনে পুলিশের তরফে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।