Security in Digha: কাশ্মীরের ঘটনা থেকে শিক্ষা নিয়ে নিরাপত্তায় এক চুলও ফাঁক নয়! জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে কী কী কড়া ব্যবস্থা দিঘায়

Security in Digha: ২৮ তারিখ দিঘায় যেতে পারেন মুখ্যমন্ত্রী। ২৯ মহাযজ্ঞ, ৩০ তারিখ মন্দিরের উদ্বোধন। তাই এই তিনদিনে বিশেষ নজর থাকছে পুলিশের। এমনিতে গরমের এই সময়ে দিঘায় পর্যটকদের ভিড় তো থাকেই কিন্তু এবার মন্দির উদ্বোধনের জন্য ভিড়টা আরও বেড়েছে।

Security in Digha: কাশ্মীরের ঘটনা থেকে শিক্ষা নিয়ে নিরাপত্তায় এক চুলও ফাঁক নয়! জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে কী কী কড়া ব্যবস্থা দিঘায়
কড়া নিরাপত্তা দিঘায় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Apr 24, 2025 | 10:24 PM

দিঘা: কাশ্মীরের ঘটনা থেকে শিক্ষা নিয়ে দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে কোনও নিরাপত্তায় কোনও খামতি রাখতে চাইছে না প্রশাসন। একদিকে যেমন নতুন মোড়কে সেজে উঠছে দিঘা, তেমনই ২৮,২৯ ৩০ – এপ্রিল শেষের এই তিনদিনকে টার্গেট করে ঢেলে সাজানো হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। তবে পুলিশি টহল পুরোদমে চলছে এখন থেকেই। জগন্নাথ মন্দির-সহ গোটা দিঘার নিরাপত্তায় ২ হাজারের বেশি পুলিশ থাকছে। একইসঙ্গে জোর দেওয়া হচ্ছে নাকা চেকিংয়ে।

বিশেষত, যে পয়েন্টগুলি থেকে দিঘায় ঢোকা ও বের হওয়া যায় সেই জায়গাগুলিতে চেকিংয়ে আলাদা করে নজর রাখা হচ্ছে। প্রায় গোটা সৈকত নগরীই সিসিটিভি-তে মুড়ে ফেলা হচ্ছে। অন্যদিকে শুধু মন্দিরের নিরাপত্তায় ‘স্পেশ্যাল ট্রেনড’ সশস্ত্র পুলিশ খাকছে। জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য বলছেন, জগন্নাথ মন্দির-সহ সামগ্রিকভাবে দিঘার নিরাপত্তায় ২ হাজারের বেশি ফোর্স থাকছে। তারমধ্যে হাইওয়েতে নাকা চেকিং থেকে ওয়াচ টাওয়ারে থাকছে পুলিশ।

প্রসঙ্গত, ২৮ তারিখ দিঘায় যেতে পারেন মুখ্যমন্ত্রী। ২৯ মহাযজ্ঞ, ৩০ তারিখ মন্দিরের উদ্বোধন। তাই এই তিনদিনে বিশেষ নজর থাকছে পুলিশের। এমনিতে গরমের এই সময়ে দিঘায় পর্যটকদের ভিড় তো থাকেই কিন্তু এবার মন্দির উদ্বোধনের জন্য ভিড়টা আরও বেড়েছে। তাই ভিড় সামাল দিতে যাতে কোনও সমস্যা না হয়, ভিড়ের মাঝে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে যায় সেদিকে সদা নজর প্রশাসনের। রাতেও চলছে পুলিশি টহল। নজরদারি চলছে সিসিটিভিতেও।