Cooperative Election: সমবায়ের ভোটে ফের উড়ল লাল আবির, দ্বিতীয় তৃণমূল; খাতাই খুলতে পারল না গেরুয়া শিবির

Kanishka Maity | Edited By: Soumya Saha

Mar 13, 2023 | 10:19 PM

Kolaghat: কোলাঘাটের এই সমবায়ে মোট ১৫টি আসন রয়েছে। তার মধ্যে ১০টি আসনে জয়ী হয়েছে সিআইটিইউ প্যানেলের প্রার্থীরা।

Cooperative Election: সমবায়ের ভোটে ফের উড়ল লাল আবির, দ্বিতীয় তৃণমূল; খাতাই খুলতে পারল না গেরুয়া শিবির
কোলাঘাটের সমবায় নির্বাচনে বামেদের জয়

Follow Us

কোলাঘাট: সমবায় নির্বাচনে (Cooperative Elections) ফের বামেদের জয়জয়াকার। কোলাঘাটের (Kolaghat) কেটিপিপি কর্মী সমবায় ভাণ্ডারের নির্বাচনে জয়ী হল বাম সমর্থিত প্রার্থীরা। কোলাঘাটের এই সমবায়ে মোট ১৫টি আসন রয়েছে। তার মধ্যে ১০টি আসনে জয়ী হয়েছে সিআইটিইউ প্যানেলের প্রার্থীরা। বাকি পাঁচটি আসনে জয়ী হয়েছে আইএনটিটিইউসি প্যানেলের প্রার্থীরা। সমবায়ের এই নির্বাচনে খাতাই খুলতে পারেননি বিজেপির ভারতীয় মজদুর সংঘ সমর্থিত প্রার্থীরা। সমবায় নির্বাচনে সরাসরি কোনও রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করে না। কিন্তু তারপরও সামনেই যখন রাজ্যে পঞ্চায়েত নির্বাচন, সেই সময়ে এই সমবায় নির্বাচনগুলির ফলাফল স্বাভাবিকভাবেই বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

কোলাঘাটের এই সমবায় নির্বাচনে সিটু ও আইএনটিটিইউসি-র তরফে ১৫ জন করে প্রার্থী দেওয়া হলেও ১৩ আসনে লড়াই করে ভারতীয় মজদুর সংঘ। সোমবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত শানিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া চলে বলাকা মঞ্চে। সন্ধে ৭ টায় ফলাফল ঘোষণা করা হয়। তারপরই লাল আবিরে জয়োল্লাসে মেতে ওঠেন বাম সমর্থকেরা। জয়ী প্রার্থীসহ সকলকে অভিনন্দন জানান এলাকার প্রাক্তন সিপিএম বিধায়ক ইব্রাহিম আলি।

উল্লেখ্য, এর আগেও সাম্প্রতিককালে রাজ্যে বেশ কিছু সমবায় নির্বাচন হয়েছে। সেখানে কোথাও ধাক্কা খেয়েছে তৃণমূল আবার কোথাও উড়েছে সবুজ আবির। কোথাও আবার উস্কে দেওয়া হয়েছে ‘রাম-বাম’ জোটের তত্ত্ব। যদিও শাসক শিবিরের নেতারা এর আগেও বার বার দাবি করেছেন, কোনও একটি সমবায় নির্বাচনের ফলাফল জনমানসে সেই অর্থে ব্য়াপক প্রভাব ফেলে না। তবে কিছুদিন আগেই সাগরদিঘির উপনির্বাচনে শাসক শিবিরের ধাক্কা এবং তারপর আবার এক সমবায় নির্বাচনেও তৃণমূলকে পিছনে ফেলে বাম সমর্থিত প্রার্থীদের জয়ী হওয়া স্বাভাবিকভাবেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এখন দেখার এই সমবায় নির্বাচনের ফলাফল আগামী দিনে কতটা প্রভাব ফেলে।

Next Article