নবান্ন অভিযানে গিয়েছিলেন বাহারপোঁতার ‘সহজ সরল’ দীপক, তিনদিন ধরে নিখোঁজ

Feb 13, 2021 | 4:31 PM

তৃণমূল সরকারের পুলিশকেই এই জন্য কাঠগড়ায় তুলেছে সিপিএম।

নবান্ন অভিযানে গিয়েছিলেন বাহারপোঁতার সহজ সরল দীপক, তিনদিন ধরে নিখোঁজ
শাসকদলকেই এই ঘটনার জন্য কাঠগড়ায় তুলছে বামেরা।

Follow Us

পূর্ব মেদিনীপুর: বামেদের নবান্ন অভিযানে গিয়েছিলেন। কিন্তু তিনদিন কেটে গেলেও বাড়ি ফেরেননি পাঁশকুড়ার বাহারপোঁতার দীপক পাঁজা। কোথায় আছেন, কেমন আছেন কোনও খবর নেই পরিবারের কাছে। পুলিশের দরজায় গিয়ে মাথা ঠুকছেন স্ত্রী। একটাই আর্তি, ‘ওকে ফিরিয়ে দিন’।

পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল ৯ টায় বাড়ি থেকে বেরোন দীপক। বাম ছাত্র-যুবর নবান্ন অভিযানে যোগ দিতেই হাওড়া স্টেশন হয়ে ধর্মতলার পথে রওনা দেন তিনি। পরিবারের অভিযোগ, পুলিশি বাধার মুখে পড়ে দিকভ্রষ্ট হয়ে ছোটাছুটি শুরু করেন সকলে। এরপর দিনের শেষে সকলে বাড়ি ফিরলেও দীপক আর ফেরেননি। এলাকার লোকজনের কথায়, “ও সহজ সরল ছেলে। পড়াশোনা জানে না। কোথায় গেল বুঝতেই পারছি না।” পাঁশকুড়া পুলিশকে জানানো হয়েছে। কিন্তু তারপর এতটা সময় কেটে গেলেও পুলিশ কোনও সদুত্তর দিতে পারেনি।

আরও পড়ুন: রণনীতি যেন কাকপক্ষ্মীও না টের পায়, পাঁচতারা হোটেল থেকে বিজেপির ভোট পরিচালনা

এদিকে এই ঘটনার জন্য রাজ্যের শাসকদল ও পুলিশকেই দায়ী করেছেন পাঁশকুড়ার বিধায়ক ইব্রাহিম আলি। তাঁর কথায়, শুধু দীপক পাঁজাই নন, রাজ্যে এরকম আরও দু’ তিনজন নিখোঁজ। এর দায় তৃণমূল সরকারের পুলিশকেই নিতে হবে। পরিবারের তরফে এই মর্মে পাঁশকুরা থানায় নিখোঁজের অভিযোগও দায়ের করা হয়েছে। একইসঙ্গে দীপকের খোঁজে তাঁর স্ত্রী সরস্বতী পাঁজাকে নিয়ে শনিবার হাওড়া শিবপুর ও নিউ মার্কেট থানায় গিয়েছে বাম প্রতিনিধিদল। ঘরের ছেলেটা কোথায় রয়েছে, কী করছে সে চিন্তায় চোখের পাতা এক করতে পারছে না পরিবার।

Next Article