পূর্ব মেদিনীপুর: লোকসভা ভোট আসতে এখনও ঢের দেরি। অথচ শুভেন্দু অধিকারীর নামে দেওয়াল লিখন সারা। খেজুরি বিধানসভার ভগবান-২ ব্লকের বড়বড়িতে এমনই ছবি ঘিরে জোর শোরগোল। দেওয়ালে লেখা হয়েছে, ‘কাঁথি লোকসভা কেন্দ্রে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পদ্ম চিহ্নে ভোট দিন।’ পাশে পদ্মর ছবি আঁকা। কেন এমন দেওয়াল লিখন। রবিবার অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মন্তব্য করেছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তার সেই মন্তব্যের পর এমন ঘটনা সামনে আসতেই অনেকে দু’য়ে দু’য়ে চার করছেন।
কুণাল ঘোষ রবিবার বলেছিলেন, “গোটা পূর্ব মেদিনীপুর জেলায় গোহারা হেরেছে। শুভেন্দু বলেছে লোকসভায় নাকি ও দেখে নেবে। আমি শুভেন্দুকে চ্যালেঞ্জ করছি ওর যদি ক্ষমতা থাকে ও ৪৮ ঘণ্টার মধ্যে ঘোষণা করুক লোকসভা ভোটে ও পূর্ব মেদিনীপুর জেলা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে। তোমার ক্ষমতা থাকলে তুমি বলো তুমি লড়বে। আমাদের গাছ, পাথর দাঁড় করিয়ে জিতিয়ে আনব।”
যদিও এই দেওয়াল লিখন প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “যে লিখেছে তাঁকে প্রশ্ন করুন। ওটা যে তৃণমূল লেখেনি তার কী মানে আছে? তৃণমূলের অনেকেই তো চাইছে আমি বিধানসভা ছেড়ে দিল্লি পালাই।” যদিও শুভেন্দু এ কথা বললেও যিনি দেওয়াল লিখন করেছেন, সেই শুভাশিস পণ্ডিতের বক্তব্য, “আমরা লিখেছি, কারণ আমরা শুভেন্দুবাবুকে চাইছি। আমরা ওনাকে দেখেই রাজনীতিতে এসেছি। শুভেন্দুবাবু ছাড়া আমাদের কোনও গতি নেই। অন্যায়, দুর্নীতির বিরুদ্ধে একমাত্র শুভেন্দুবাবু লড়ছেন, তাঁর সঙ্গী হয়ে আমরা লড়ছি। তাই লোকসভার প্রার্থী হিসাবে ওনার নামটা আমরা প্রথম ঘোষণা করেছি।”
তবে এ ঘটনায় জেলা বিজেপি যে প্রবল অস্বস্তিতে তা বুঝিয়ে দিয়েছেন জেলা বিজেপির সহ সভাপতি অসীম মিশ্র। তাঁর কথায়, “আমাদের জানা নেই। খোঁজ নিয়ে দেখছি। পঞ্চায়েত নির্বাচনের পর বেশ কিছু জায়গায় সফলতা এসেছে। কর্মীরা উৎসাহে হয়ত লোকসভা নির্বাচনে প্রার্থী এই ধরনের নাম লিখে ফেলেছেন। তবে এটাকে এত গুরুত্ব দেওয়ার বিষয় নয়।” পাল্টা তৃণমূল নেতা সুপ্রকাশ গিরি বলেন, “পঞ্চায়েত ভোটে ভরাডুবি হয়েছে, তার দায় তো শুভেন্দু অধিকারীর উপর বর্তায়। উনি বিরোধী দলনেতা। আজ মানুষ মুখ ফিরিয়েছেন। তাই আগেভাবে টিকিট কনফার্ম করার জন্য উনি এই ধরনের কাজ করছেন।” তবে এই দেওয়াল লিখন ঘিরে জোর চর্চা বিভিন্ন মহলে।