পূর্ব মেদিনীপুর: পাঁশকুড়ায় জায়গা দখল ঘিরে মহিলাদের মারধর করার অভিযোগ। উত্তেজনায় আহত হয়েছেন ৩জন। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জায়গা দখলকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষ হয়। আহত হন দু’পক্ষের বেশ কয়েকজন। পাঁশকুড়া ব্লকের মাইশোরা গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণগঞ্জ গ্রামে ঘটনাটি ঘটেছে।
জানা যাচ্ছে, সুদীপ বাঁসুলি নামে এক ব্যক্তির সঙ্গে সঙ্গে প্রতিবেশী এক মহিলার জায়গার যাতায়াত রাস্তা নিয়ে সমস্যা। কাউকে কিছু না জানিয়ে রাস্তা বন্ধ করার অভিযোগে উত্তাল হয় পরিস্থিতি।
প্রতিবেশী সিতা সিং বলেন, “আমরা ৪০ বছর ধরে এখানে বসবাস করছি, এই রাস্তা দিয়েই যাতায়াত করি, হঠাৎ করে তাঁদের প্রতিবেশী সুদীপ বাঁসুলী কাউকে কিছু না জানিয়ে, তাঁদের বাড়ির সামনে খু্ঁটি পুঁতে রাস্তা বন্ধ করে দেয়। সেই কাজে বাঁধা দিতে গেলে আমাদের মহিলাদের ওপর চড়াও হয়।”
এই প্রসঙ্গে জায়গার মালিক সুদীপ বাঁসুলী বলেন, “আমি আমার রায়ত জায়গায় ব্যারিকেড করেছি। এর আগেও একাধিকবার ঘিরতে গিয়ে বাধা ও হুমকির মুখে পড়তে হয়েছে।”