Mahishadal Women Harassment: প্রেমের প্রস্তাবে কেন না? যুবতীকে ‘অ্যাসিড ছুঁড়ব’ বলে শাসানি যুবকের
Purba Medinipur: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারিনী হলদিয়ার এক কলেজের ছাত্রী।
মহিষাদল: প্রেমের প্রস্তাব নাকচ করার ‘অপরাধে’ মাঝরাস্তায় যুবতীকে মারধর করার অভিযোগ উঠল এল যুবকের বিরুদ্ধে। সেই সঙ্গে উড়ে এল অ্যাসিড হামলার হুমকিও! বাদ যায়নি খুনের হুমকিও। এরপর থেকেই কার্যত নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই যুবতী ও তাঁর পরিবার। ঘটনাটি ঘটেছে সুতাহাটা থানা এলাকায়। এনিয়ে যুবতীর পরিবার দ্বারস্থ হয়েছে থানার। তাঁদের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এহেন অভিযোগ মিথ্যা বলে দাবি যুবকের। পাওনা টাকা চাওয়ার জন্য মিথ্যা অভিযোগ করা হচ্ছে বলে দাবি তার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারিনী হলদিয়ার এক কলেজের ছাত্রী। সুতাহাটা থানার এলাকায় পরিবারের সঙ্গে থাকেন তিনি। অভিযোগ, এলাকার এক যুবক হুমকি দেয় ওই ছাত্রীকে। গত প্রায় এক বছর ধরে প্রেমের প্রস্তাব দিত সে। তাঁকে ফোনে বিরক্ত করত বলে জানা গিয়েছে। এছাড়াও চলত বিভিন্নভাবে বিরক্ত করা। সম্প্রতি তার প্রেমের প্রস্তাব জোরালো হয়। কিন্তু আগের মতই তা ফিরিয়ে দেন ওই কলেজ ছাত্রী।
পুলিশের কাছে দায়ের করা অভিযোগে ছাত্রী জানিয়েছে, গত ৩১ মার্চ দুপুরে হঠাৎ স্থানীয় দেউলপোতা গ্রামীণ রাস্তায় সদলবলে এসে তার পথ আটকায় সৌরভ। তাঁর সঙ্গে অশ্লীল আচরণ করে এবং মারধর শুরু করে। এদিকে, বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে পালিয়ে যায় অভিযুক্ত। কিন্তু যাওয়ার আগে সে অ্যাসিড হামলার হুমকি দিয়ে যায়। সেই সঙ্গে খুনের হুমকিও ছুঁড়ে দেয় বলে অভিযোগ।
এরপরই কার্যত থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন ওই ছাত্রী। পরিবারকেও জানান গোটা ঘটনাটি। ২ এপ্রিল সুতাহাটা থানায় সৌরভের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে যুবতীর পরিবার। যদিও ওই ছাত্রীর সমস্ত অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত। পাল্টা তার দাবি, ফাঁসানোর চেষ্টা হচ্ছে তাকে। তার কথায়, ”সব অভিযোগ মিথ্যে। আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। আমি ওর থেকে টাকা পাই। সেই টাকা চাওয়াতেই এমন মিথ্যে অভিযোগ আনা হয়েছে আমার বিরুদ্ধে।”
এদিকে, অভিযোগের তদন্ত শুরু হয়েছে জানিয়ে সুতাহাটা থানার তরফে। এবিষয়ে ওসি বিনয় মান্না বলেন, ” ঘটনার কয়েকদিন পর আমরা অভিযোগ পেয়েছি। তা খতিয়ে দেখা হচ্ছে। পদ্ধতি মেনে অভিযুক্ত যুবককে আমরা নোটিস পাঠিয়েছি।”
আরও পড়ুন: Ropeway Accident: স্বস্তি! ২৫ ঘণ্টা পর বাংলার পর্যটকদের উদ্ধার করল বায়ুসেনা