Mamata Banerjee in Purba Medinipur: ৪৭৫ কোটির পরিষেবা প্রদান করবেন মমতা, পূর্ব মেদিনীপুরে প্রস্তুতি তুঙ্গে
Mamata Banerjee in Purba Medinipur: আগামী ৩ এপ্রিল থেকে চার দিনের জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সফর চলবে ৬ এপ্রিল পর্যন্ত।
পূর্ব মেদিনীপুর : পঞ্চায়েত নির্বাচনের আগে জেলা সফরে মুখ্যমন্ত্রী। তিনদিনের সফরে পূর্ব মেদিনীপুর যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি ও দলীয় কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করবেন বলে জানা গিয়েছে। এই সফরে তিনি নিজে হাতে প্রায় ৪৭৫ কোটির পরিষেবা প্রদান করবেন বলে জানা গিয়েছে। জেলাশাসক জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর কর্মসূচি থেকে পরিষেবা পাবেন জেলার ২ লক্ষ ৯৮ হাজার মানুষ। এছাড়াও পূর্ব মেদিনীপুরে ১ এপ্রিল থেকে শুরু হয়ে দুয়ারে সরকারের ক্যাম্প। সেই ক্যাম্প থেকে মানুষকে কীভাবে দ্রুত পরিষেবা প্রদান করা হবে সেই রূপরেখাও বানিয়ে ফেলেছে জেলা প্রশাসন। ২০ দিনের মধ্যে যাতে জেলার প্রত্যেকে পরিষেবা পান, তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন জেলাশাসক।
৪৭৪ কোটি ৯৭ লক্ষ টাকার পরিষেবা প্রদান
আগামী ৩ এপ্রিল থেকে চার দিনের জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সাংবাদিক বৈঠক করে জেলাশাসক পূর্ণেন্দু মাজি জানান, ৩ এপ্রিল খেজুরির ঠাকুরনগরে প্রশাসনিক পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন মমতা। অনুষ্ঠান মঞ্চ থেকে একাধিক সরকারি প্রকল্পের শিলান্যাস করা হবে। উদ্বোধনের পাশাপাশি মোট ৪৫৪ টি প্রকল্পের পরিষেবা প্রদান করবেন মুখ্যমন্ত্রী, যার আর্থিক মূল্য ৪৭৪ কোটি ৯৭ লক্ষ টাকা। এছাড়া ৪৭ স্কিমের শিলান্যাস করা হবে, যার আর্থিক মূল্য ২০৭ কোটি ১৪ লক্ষ টাকা। এই কর্মসূচি শেষে দিঘায় যাবেন মমতা। সেখানেই থাকবেন তিনি। ৬ এপ্রিল ফিরবেন কলকাতায়।
দুয়ারে সরকারের ৪৫০২ ক্যাম্প থেকে মিলবে পরিষেবা
জেলাশাসক আরও জানিয়েছেন, ১ থেকে ২০ এপ্রিল পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলায় চলবে দুয়ারে সরকার প্রকল্প। এই নিয়ে ষষ্ঠবার বসতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প। সরকারের পরিকল্পনা অনুযায়ী, এবার জেলার প্রতিটি বুথে বসবে ক্যাম্প। মোট ৪৫০২ টি ক্যাম্প বসতে চলেছে। এবার বেশ কয়েকটি নয়া উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের তরফে। প্রতিটি ক্যাম্পে থাকবে কমপ্লেন বক্স ও সাজেশন বক্স। গ্রাহকেরা তাঁদের কোনও সমস্যার কথা জানাতে পারবেন সেখানে। গুগল ম্যাপের দ্বারা যাতে ক্যাম্পের অবস্থান সহজে বোঝা যায় সেই ব্যবস্থাও করা হয়েছে। এছাড়া বিডিও অফিসে থাকবে কন্ট্রোল রুম। ২০ তারিখের মধ্যে যাতে প্রত্যেকে পরিষেবা পায়, তা নিশ্চিত করতে চায় জেলা প্রশাসন।